রাস্তা তৈরিতে জমি দান এলাকাবাসীর, স্বাধীনতার পর রাস্তা পাচ্ছে নিমদাঁড়িয়ার মানুষ
Local people donated land for road construction, people of Nimdandiya are getting the road after independence

The Truth Of Bengal: স্বাধীনতার পর নিজেদের রাস্তা পেতে চলেছে গ্রামের মানুষ। সেই রাস্তা তৈরির জন্য জমি দিলেন গ্রামের মানুষ। বসিরহাট শহর সংলগ্ন নিমদাড়িয়া-কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের নিমদাঁড়িয়া রেল স্টেশনের আশপাশের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি রাস্তা। অবশেষে সেই রাস্তার কাজ শুরু হওয়ায় খুশিতে মিষ্টি বিলি এলাকার মানুষ।
যে কোনও উন্নয়নমূলক কাজ করতে গেলে প্রয়োজন জমি। আর যাবতীয় সমস্যা হয় সেই জমি নিয়ে। জমি না মেলায় অনেক জায়গায় থমকে যায় রাস্তা, শিল্প সহ উন্নয়নমূলক কাজ। এবার উল্টো ছবি দেখা গেল। রাস্তার জন্য জমি দিতে এগিয়ে এলেন এলাকার লোকজন। উত্তর ২৪ পরগনার বসিরহাট শহর সংলগ্ন নিমদাড়িয়া-কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের নিমদাঁড়িয়া রেল স্টেশনের আশপাশের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি রাস্তা। এই দাবি আজকের নয়। স্বাধীনতা পর থেকে এলাকার মানুষ এই দাবি করে আসছিল। রাস্তা না থাকায় এখানকার দশটি গ্রামের সঙ্গে শহরের প্রাণকেন্দ্র বসিরহাটের স্বাস্থ্য জেলা হাসপাতাল, প্রশাসনিক বিভিন্ন দফতর, বসিরহাট মহকুমা আদালত, বসিরহাট থানায় যেতে হলে ঘুরপথে যেতে হতো। একদিকে সময় নষ্ট অন্যদিকে খরচও অনেক। এবার সেখানে রাস্তা তৈরির জন্য এগিয়ে এলেন এলাকার কৃষকরা। প্রায় শতাধিক কৃষক ২ কিলোমিটার রাস্তা তৈরির জন্য জমি দিয়েছেন। নিজেদের প্রয়োজনে তারা স্বেচ্ছায় জমি দান করলেন। রাস্তার সূচনায় মিষ্টি বিলি করে আনন্দে মেতে ওঠেন তাঁরা।
এলাকার মানুষ জমি দেওয়ার পর জেলা প্রশাসনের তরফে রাস্তা তৈরির কাজ শুরু হল। প্রায় ২ কিলোমিটার রাস্তা তৈরিতে ১০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। অবশেষে এলাকার মানুষ পেতে চলেছে রাস্তা। আশপাশের সব গ্রামে এখন খুশির হাওয়া।রাস্তা হওয়ার পর উপকৃত হবে প্রায় পঞ্চাশ হাজার মানুষ। একদিকে ১০০ মিটারের মধ্যে রেল স্টেশন চলে আসবে। অন্যদিকে তিন কিলোমিটারের মধ্যে হাসপাতাল থেকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনে যাওয়া যাবে। উৎপাদিত ফসল নিয়ে ট্রেনে করে এবার সহজে কলকাতায় যেতে পারবেন এলাকার চাষিরা।
Free Access