
The Truth of Bengal: ‘INDIA’ জোট গড়ে ওঠার পর আরও তেড়েফুঁড়ে আসরে নেমেছে বিরোধীরা। বিরোধীদের সম্মিলিত জোটের সেই ঝাঁজ দেখতে পাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন NDA। সংসদে চলতি অধিবেশনে তা দেখা গিয়েছে বারেবারে। দিল্লি অর্ডিন্যান্স বিল হোক বা মণিপুরে চলতে থাকা হিংসা— INDIA জোটের সাংসদরা মিলিত ভাবে চেপে ধরছে কেন্দ্রীয় সরকারকে। বিরোধীদের অনড় মনোভাবে মসৃণ ভাবে অধিবেশন চালাতে পারছেন লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান। সাম্প্রতিক কালে এত কড়া মোকাবিলায় পড়তে হয়নি বিজেপিকে। এর ওপর আবার রাহুল গান্ধির শাস্তি স্থগিত হয়ে যাওয়ায় তিনি ফিরেছেন সংসদে। রাহুল ফিরে আসায় কংগ্রেসের যেমন শক্তিবৃদ্ধি হয়েছে, তেমনই INDIA জোট আরও ঐক্যবদ্ধ হয়েছে।
সব মিলিয়ে INDIA জোটকে মোকাবিলা করতে গিয়ে নাস্তনাবুদ হতে হচ্ছে NDA-কে। সংসদের চলতি অধিবেশন শেষ হলে INDIA জোট তৃতীয় বৈঠকে বসবে। মুম্বইয়ে বিরোধী জোট ‘INDIA’ জোটের পরবর্তী বৈঠক হতে চলছে আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী জোটের নেতা-নেত্রীদের একাংশের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে ইতিমধ্যেই। গত ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের আয়োজনে পটনায় ১৫টি বিজেপি-বিরোধী দল প্রথম বৈঠক করেছিল। এর পরে ১৭-১৮ জুলাই কংগ্রেস শাসিত কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে আয়োজিত বৈঠকে অংশ নেয় ২৬টি দল। সেই বৈঠকেই জোটের নয়া নাম হয় ‘INDIA’। বেঙ্গালুরুর বৈঠকে বিজেপি বিরোধী শিবিরকে আরও ঐক্যবদ্ধ দেখা যায়। তবে নয়া জোটের চেয়ারপার্সন বা আহ্বায়ক পদে এখনও কোনও নাম ঘোষণা করা হয়নি। মুম্বইতে পরবর্তী বৈঠকে ‘INDIA’ জোটের ১১ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হবে।
লোকসভা ভোটের আগে বিজেপি-বিরোধী সমমনস্ক দলগুলি যাতে অভিন্ন ন্যূনতম কর্মসূচি নিয়ে এগোতে পারে, সে জন্য মহারাষ্ট্র বৈঠকে বিস্তারিত পর্যালোচনা হবে বলে জানা গিয়েছে। জাতীয় স্তরে জোট হলেও রাজ্যস্তরে অনেক দল পরস্পরের বিরুদ্ধে লড়বে। ইতিমধ্যে সেই অবস্থান জানিয়ে দিয়েছে সিপিএম। তৃণমূলের সঙ্গে রাজ্যে কোনওমতেই জোট করা হবে না। একইভাবে কেরলে দূরত্ব মেনে চলবে কংগ্রেসের সঙ্গে। এই ইস্যুতে এক সুরে সোচ্চার হয়েছে সিপিএমের কেরল এবং বঙ্গ ব্রিগেড। দিল্লিতে তিনদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই বিষয়টি ওঠে। ‘INDIA’ জোটে নিজেদের অবস্থান চূড়ান্ত করতে বৈঠক ডেকেছিল দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি। বৈঠকে বাংলা এবং কেরল শিবির স্পষ্টই জানিয়ে দিয়েছে, কোনও পরিস্থিতিতেই বাংলায় তৃণমূল ও কেরলে কংগ্রেসের সঙ্গে জোটে যাওয়া সম্ভব নয়। রাজ্যস্তরে নিজেদের স্বার্থের প্রশ্নে সিপিএম সহ কিছু দলের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠছে। তবে INDIA জোটের আসন্ন তৃতীয় বৈঠকে মতানৈক্য অনেকটাই দূর করা যাবে। এমনটাই মনে করছেন জোটের নেতারা।