পদ্মফুলের গন্ধময় হাওয়া খান, প্রচারে হাতপাখা বিলি করে পরামর্শ দিলীপের
Dilip advises to eat the scented air of lotus flowers, spread the fan in the campaign

The Truth of Bengal: বাজার গরম করা মন্তব্য করে বারবার শিরোনামে থাকেন। এবার গরম থেকে মুক্তি পাওয়ার দাওয়াই দিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ভোটের প্রচারে বেরিয়ে হাত পাখা বিলি করে দিলীপের পরামর্শ, ‘তৃণমূলের হাওয়া তো গরম, লু-য়ের মতো। আর বিজেপির হাওয়া ঠান্ডা, পদ্মফুলের গন্ধময়। তৃণমূলের লু থেকে বাঁচতে পদ্মফুলের গন্ধমাখা হাওয়া খান’।
গরম থেকে বাঁচতে আরও অনেক দাওয়াই দিয়েছেন দিলীপ ঘোষ। পর্যাপ্ত জল ও মরসুমি ফল খাওয়ার কথা বলেছেন তিনি। দিলীপের বক্তব্য, অন্য কিছু না মিশিয়ে জল শুধু খাওয়াই ভালে। সঙ্গে খেতে হবে তরমুজ, বেলের শরবত, নুন জল, লেবু জল। আমপোড়া সরবত খাওয়ারও কথা বলেন দিলীপ। সেই সঙ্গে দিলীপ আরও জানান, গরমে বেশি খাওয়ার দরকার নেই। মাছ-ডিম-মাংস এখন কম খাওয়া ভালে। ছাতুর শরবত খান। সুস্থ শরীরকে ব্যস্ত করবেন না।
তীব্র তাপপ্রবাহের মধ্যে অণযদের মতো ভোটের প্রচার করছেন দিলীপ ঘোষ। সেই প্রচারে তিনি অস্ত্র করলেন হাতপাখা। তীব্র গরমে পথচলতি মানুষকে স্বস্তি দিতে হাতপাখা বিলি করলেন। সেই হাতপাখায় আঁকা আছে বিজেপির প্রতীক পদ্মফুল। হাতপাখা বিলি করে পদ্মফুলের গন্ধময় হাওয়া খাওয়ার পরামর্শ দিচ্ছেন দিলীপ।