কলকাতাদেশরাজনীতিরাজ্যের খবর
Trending

লোকসভা ভোটের লক্ষ্যে রাজ্য সফরে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, রাজ্য ভিত্তিক পর্যালোচনার সম্ভাবনা …

Central Election Commission on state tour for Lok Sabha polls, possibility of state-wise review

The Truth Of Bengal: এপ্রিল-মে-এর লোকসভা ভোটের লক্ষ্যে এবার রাজ্য সফরে যাচ্ছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। রবিবার অন্ধ্রপ্রদেশ,তামিলনাড়ু সফরে যাবেন কমিশনের ফুলবেঞ্চের সদস্যরা।আশা করা হচ্ছে,এরপর আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে রাজ্য ভিত্তিক পর্যালোচনায় বসতে পারে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কর্তারা। নিরপেক্ষ,স্বচ্ছও অবাধ নির্বাচনের সবরকম ব্যবস্থা হচ্ছে বলে আভাস দিয়েছেন  আধিকারিকরাও।

নতুন বছরের শুরুতেই ভোটের ঢাকে কাঠি পড়তে চলেছে। চব্বিশের লোকসভা ভোটকে সামনে রেখে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সবরকম প্রস্তুতি নিচ্ছে। ধরে নেওয়া হচ্ছে, মার্চ-এপ্রিলেই ভোট করা হতে পারে। ৫৪৩ সদস্যের ভারতীয় লোকসভার নির্বাচন হওয়ার কথা ২০২৪-এর এপ্রিল থেকে মে মাসের মধ্যে।কারণ ১৭তম লোকসভার মেয়াদ শেষ হবে ১৬ জুন। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি এই নিয়ে লোকসভা নির্বাচনে হ্যাটট্রিক করতে চাইছে।অন্যদিকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে কংগ্রেস-তৃণমূল কংগ্রেস সহ  ২৮টি বিরোধী দল জোট বেঁধেছে।এই অবস্থায় রাজনীতির পারদ চড়ছে।তাই ঠিক সময়ে ভোট করার সময়ক্ষণ নিয়ে চর্চা জোরদার হচ্ছে।শোনা যাচ্ছে,

  • রবিবার থেকেই রাজ্য  সফর শুরু করছে কমিশনের ফুলবেঞ্চ
  • আগামী সপ্তাহে তামিলনাড়ু-অন্ধ্র সফরে কমিশনের স্পেশাল টিম
  • মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে যাচ্ছে কমিশনের  টিম
  • ৭থেকে ১০জানুয়ারি দক্ষিণের রাজ্যে বৈঠক করবেন প্রতিনিধিরা

৭ থেকে ১০ জানুয়ারি তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে সফর করবে কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং দুই নির্বাচন কমিশনার অনুপচন্দ্র পাণ্ডে এবং অরুণ গোয়েল এর পর একে একে যাবেন অন্য রাজ্যগুলিতেও।এদিকে জানা গেছে,লোকসভা নির্বাচনের সেক্টর অফিসারদের প্রশিক্ষণ চলতি মাসেই শুরু হচ্ছে। এই প্রশিক্ষণ চলবে মোট তিন দফায়। ১৭ এবং ১৮ জানুয়ারি হবে প্রথম পর্যায়ের প্রশিক্ষণ পর্ব। দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ ৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে। তৃতীয় দফার প্রশিক্ষণ ১৫ মার্চের মধ্যে শেষ করতে বলা হয়েছে। তাই ধরে নেওয়া হচ্ছে,  নির্বাচনী আধিকারিক এবং কর্মীদের প্রশিক্ষণের ক্ষেত্রে যখন এই সময় সীমা নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন, তখন আর ভোট এগিয়ে আসার কোনও সম্ভাবনা নেই। এর আগে আশা করা হয়েছিল,৫রাজ্যের ভোটে বিজেপি ভালো ফল করায় লোকসভা ভোট এগিয়ে আনা হতে পারে।আভাস যা মিলছে,তাতে এপ্রিলের আগে ভোট করা যাবে না। কিছুটা প্রস্তুতিগত সময়  লাগবে বলে নির্বাচনের আধিকারিকরাও মনে করছেন।

Free Access

Related Articles