রাজনীতি

ইন্ডিয়া জোটকে দেখে মোদিবাবু থরথর করে কাঁপছেন,তৃণমূল কংগ্রেসই কেন্দ্রে শক্তিশালী সরকার গড়বে

Bengal will never surrender to Delhi

The Truth of Bengal: রাজ্যে ভোট প্রচারে এসে জেপি নাড্ডা অভিযোগ করেন,বাংলার বদনাম করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শক্তিশালী সরকার গড়তে চায়,আর তৃণমূল দিল্লিতে দুর্বল সরকার গড়তে চায়। দিল্লির নেতাকে কড়া জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার প্রচারসভায় তৃণমূল সুপ্রিমোর তোপ,এবার  মোদিবাবুর গদি ওল্টানোর ভোট,বাংলা কখনই দিল্লির কাছে আত্মসমর্পণ করবে না। তৃণমূলই বিজেপিকে হঠিয়ে দিল্লিতে শক্তিশালী সরকার গড়বে। দিল্লির ক্ষমতার রাশ হাতে রাখতে মরিয়া বিজেপি।সর্বভারতীয় স্তরে সংখ্যার পার্টিগণিত মেলানো মুশকিল বুঝে মোদি,শাহ-রাজনাথের মতোই নাড্ডাও বাংলার প্রচারে এসে বাংলার বিরুদ্ধে সমালোচনা করেন। এতদিন তৃণমূল কংগ্রেস অভিযোগ করে এসেছে,বাংলার বদনাম করে বিজেপি।এখন সেই বিজেপির সভাপতি বহরমপুরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একই অভিযোগ করলেন।এমনকি তাঁর আক্রমণের কেন্দ্রবিন্দুতে উঠে আসে,দিল্লিতে দুর্বল সরকারের কথা, তার কড়া জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।দিল্লির নেতাদের উদ্দেশ্যে মমতার বাউন্সার

এবার মোদিবাবুর গোদি ওল্টানোর ভোট,

বাংলাই দিল্লিতে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবে

বাংলা কখনই দিল্লির কাছে আত্মসমর্পণ করবে না

তৃণমূল কংগ্রেসই কেন্দ্রে শক্তিশালী সরকার গড়বে

ইন্ডিয়া জোটকে দেখে মোদিবাবু থরথর করে কাঁপছেন

সিপিএম-কংগ্রেস ভয় পেয়ে পালালেও তৃণমূল

কেন্দ্রে নেতৃত্ব দিয়ে বিকল্প সরকার গড়ে তুলবে

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন ,বাংলায় সিপিএম-এর সঙ্গে জোট না করতে কংগ্রেসকে তিনি নিষেধ করেছিলেন। কিন্তু কংগ্রেস তাঁর কথা শোনেনি। তিনি সিপিএম-এর সামনে আত্মসমর্পণ করতে পারবেন না বলেই বাংলায় একলা চলার নীতি নিয়েছেন।তাই কংগ্রেসকে ভোট দিলে বিজেপি বিরোধী ভোট ভাগ হবে।অন্যরাজ্যে কংগ্রেসকে তৃণমূল সমর্থন করছে,এখানে সমীকরণ আলাদা।তাই উনিশের ভুল না করে চব্বিশে মালদার ২টি আসনেই তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তৃণমূল সুপ্রিমো।এপ্রসঙ্গে বিধানসভায় তৃণমূলকে জেতানোয় বাংলায় বিজেপি যে দাঁত ফোটাতে পারেনি তাও উল্লেখ করেন বিজেপি বিরোধী শিবিরের নেত্রী বিজেপির বিজ্ঞাপন নির্ভর রাজনীতি নয়,ধর্মনিরপেক্ষতা,একতাও প্রকৃত দেশপ্রেমের কথা ভেবে জোড়া সভায় তৃণমূলকে এককাট্টাভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles