কলকাতারাজনীতি

একাধিক ইস্যু নিয়ে বিধানসভার বাদল অধিবেশনে ঝড় ওঠার ইঙ্গিত

Assembly Session

The Truth of Bengal: সোমবার বিধানসভার বাদল অধিবেশন বসে বারোটা নাগাদ। তার আগে এগারোটায় সর্বদল বৈঠক ডাকা হয়। কিন্তু অধিবেশনের প্রথম দিনেই সর্বদল বৈঠকে যোগ দেয়নি বিজেপির বিধায়কেরা ও আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। এদিন শোকপ্রস্তাব পাঠের পর অধিবেশন মুলতুবি হয়ে যায়। সূত্রের খবর, আগামী মঙ্গল ও বুধবার অধিবেশনে স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হবে।

তবে তা নিয়ে সারাদিন আলোচনা হওয়ার সম্ভাবনা নেই। এবারের অধিবেশনে মণিপুর ইস্যুতে শাসকদলের তরফে নিন্দাপ্রস্তাব আনবে বলে জানা গিয়েছে। এর পাল্টা হিসেবে, বিজেপিও ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ তুলে বিধানসভায় তুলকালাম বাঁধানোর জন্য প্রস্তুত হচ্ছে। এদিকে বিধানসভার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন, বিধানসভায় শাসকপক্ষের আপাত দৃষ্টিতে পাখির চোখ কী! পাশাপাশি তিনি মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও একহাত নেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী বিদেশের মাটিতে গিয়ে বহু বক্তব্য দিচ্ছেন, এখানে দেশের মানুষ সমস্যা রয়েছে, অথচ তিনি বিবৃতি দিচ্ছেন না কেন? পরিষদীয়মন্ত্রী আরও জানান, মালদহের ঘটনা, দুজনের সঙ্গে অপরাধ ঘটেছে আর কয়েকজন দুষ্কৃতী জড়িত। অন্যদিকে, মণিপুরে টানা প্রায় তিনমাস ধরে লাগাতার গণ্ডগোল, খুন, ধর্ষণ চলছে। ডবল ইঞ্জিন থাকা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। তাই বাংলার ঘটনার সঙ্গে মণিপুরকে মেলানো ঠিক নয়।

 

Related Articles