
The Truth of Bengal: লোকসভা ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে নিজেদের জমি শক্ত করতে রাজধানীতে আজ বৈঠকে বসছে বিজেপি-বিরোধী I.N.D.I.A, জোট। দিল্লির এই কৌশলী বৈঠকে আসন সমঝোতা নিয়ে আলোচনা হতে পারে আজ, সঙ্গে যৌথ সভা-সমাবেশের ব্লু প্রিন্টও আজই ঠিক করে নেওয়া হবে বলেই এমনটাই খবর।
এদিকে গুরুত্বপূর্ণ এই বৈঠকের ২৪ঘন্টা আগে একযোগে লোকসভা ও রাজ্যসভায় বিরোধীদলের ৭৮ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। গত সপ্তাহে সংসদে ভিতরে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় বিরোধী দলের সাংসদ -রা কৈফিয়ৎ তলব করেন। তা নিয়ে প্রতিবাদে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে সংসদে। এত সাংসদের সাসপেনসন নিয়ে কার্যত শোরগোল পড়ে গেছে জাতীয় রাজনীতি মহলে। প্রসঙ্গত, গত সপ্তাহেই ১৪ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। তাঁরা নিরাপত্তাজনিত ত্রুটির বিষয়ে স্বচ্ছতা রাখার দাবি নিয়ে মুখ খুললে সাসপেন্ড হতে হয়ে বিরোধী দলের সাংসদদের।
এই বৈঠকের ঠিক আগের দিনই, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে এই বিরোধী I.N.D.I.A জোটের মুখ করার দাবি তুলেছে তৃণমূল। যা শুনে অনেকেই প্রশ্ন তুলছেন, তৃণমূলের এই দাবি কি বিরোধী জোটের অন্যান্য দল নীরবে মেনে নেবে ? কারণ, এই জোটে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মতো প্রবীণ নেতা রয়েছেন। যিনি প্রায় ১৭ বছর ধরে বিহারের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। পাশাপাশি রেল, পরিবহণ, কৃষির মতো কেন্দ্রীয় মন্ত্রকের দায়িত্বও সামলেছেন নিতীশ কুমার। এর আগে জেডিইউ নেতারাও একইভাবে বিভিন্ন সময় নীতীশ কুমারের নাম ভাসিয়ে দিয়েছেন বৈঠকে। নীতীশের পাশাপাশি I.N.D.I.A জোটে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতোও নেতা রয়েছেন, যাঁর দল আম আদমি পার্টি, বর্তমানে একার জোরে দিল্লি এবং পাঞ্জাবে ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি। দেশের সবথেকে বেশি লোকসভা আসন যে রাজ্যে, সেই ৮০ আসন বিশিষ্ট উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী অখিলেশ যাদবও এই I.N.D.I.A, জোটে রয়েছেন। কথায় আছে, দিল্লির রাস্তা যায় উত্তরপ্রদেশ হয়ে। ফলে, সেখানে সমাজবাদী পার্টি ভাল ফল করলে অখিলেশ যে প্রধানমন্ত্রী পদের বড় দাবিদার হয়ে উঠবেন সেটা বলার অপেক্ষা রাখে না।