রাজনীতি

Big Breaking: “আইসির প্যান্ট খুলে নেব, জুতো পেটা করবো, বলে দেবেন রাস্তায় না বেরোতে”, হুমকি দিলীপ ঘোষের

Again the threat of Dilip Ghosh

The Truth of bengal: আবাও হুমকি দিলীপ ঘোষের। এবার থানার আইসি দিব্যেন্দু দাসের প্যান্ট খুলে নেওয়া হুমকি। শুধু তাই নয় রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে জুতো পেটার হুমকিও দিয়েছেন দিলীপ ঘোষ। বর্ধমান সদর থানার আইসিকে উদ্দেশ্য করে এই হুমকি দেন বিজেপির বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই হুমকি ঘিরে সরগরম রাজনীতি। থানার আইসিটি উদ্দেশ্য করে দিলীপ ঘোষ আরও হুঁশিয়ারি দেন, ভেবেছে তিন মাসের জন্য এসেছি। আরও পাঁচ বছর থাকতে এসেছি। পরে বুঝে নেব।

দিলীপ ঘোষ বলেন “ওঁর গাড়ি আটকাবো রাস্তায়, ওকে দেখে নেব, ওঁকে বলে দেবে রাস্তায় না বেরোতে।” দিলীপ ঘোষের এ ধরনের হুমকিতে নির্বাচনী বিধি লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই জেলা নির্বাচনী কর্তারা খতিয়ে দেখছেন দিলীপ ঘোষের ওই বক্তব্য। এর আগেও নানাভাবে হুমকি দিয়ে এসেছেন বিজেপির এই প্রার্থী। রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় নির্বাচন কমিশন সতর্কও করেছে। তারপরেও প্রতিদিন কিছু না কিছু কথা বলে বিতর্কে জড়াচ্ছেন তিনি। এবার সরাসরি থানার আইসি কে উদ্দেশ্য করে হুঙ্কার।

ঘটনার সূত্রপাত নির্বাচনী প্রচার কর্মসূচি নিয়ে। পুলিশের অনুমতি না নিয়েই বুধবার মিছিল শুরু করলে আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে। সেই প্রসঙ্গে বৃহস্পতিবার তাকে প্রশ্ন করা হলে এই ধরনের হুমকিমূলক মন্তব্য করেন। দিলীপ ঘোষের এই হুমকির করা সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ গ্রহণ করুক, দাবি তৃণমূলের।

Related Articles