‘মোদীর গ্যারান্টি ভুয়ো, দিদিই ভরসা’, দুর্যোগে আসল বন্ধুদের চেনালেন অভিষেক
Abhishek met real friends in disaster

The Truth of Bengal: মানুষের দুর্ভোগে দিদির গ্যারান্টি কাজ করে, মোদির গ্যারান্টি কাজ করে না।জলপাইগুড়ির দুর্যোগের কথা তুলে ধরে বিজেপিকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।শুক্রবার দলীয় প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে সভা করেন তিনি।সেখানে নিষ্ক্রিয় বিজেপির সাংসদের ভূমিকারও সমালোচনা করেন তিনি।
উত্তরবঙ্গে উনিশে ৮-মধ্যে ৭ পেয়েছিল বিজেপি।এবার ৮-এর মধ্যে শূন্য করার কাজে ঝাঁপানোর জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীদের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।মানুষের ভোট নিয়ে জিতে যাওয়ার পরেও যে সাংসদ কাজ করেন না তাঁদের ইভিএমে জবাব দেওয়ার আহ্বান জানান।উত্তরবঙ্গের চা শ্রমিক থেকে সাধারণ মানুষের বিপদে দিল্লির নেতাদের দেখা যায় না।অথচ ভোটের সময় তাঁরা মোদির গ্যারান্টির প্রতিশ্রুতি দিচ্ছেন।তাই প্রশ্ন ছোঁড়েন কার গ্যারান্টি নেবেন মোদি না দিদি। আপদে বিপদে যে দিল্লির নেতা মন্ত্রী বা বিজেপির সাংসদদের পাশে পাওয়া যায় না তাঁদের ভোট দিয়ে কি লাভ সেই প্রশ্নও তোলেন অভিষেক।দলীয় প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে ধূপগুড়িতে সভা করেন।সেখানে বাংলার একশদিনের কাজ ও আবাসের টাকা না দেওয়া বিজেপি সরকারকে মুখের মতো জবাব দেওয়ার ডাক দেন তিনি।জানান,বিজেপি হারলে ২০বছর বিজেপি নেতাদের আর বাংলায় দেখাই যাবে না।ভোট পাখিদের ভোটমুখী রাজনীতিকে বেঁধেন তিনি।হেরে গেলে বাংলায় ২০বছর বিজেপির নেতারা পা রাখবে না বলেও স্পষ্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ধূপগুড়ি থেকেই অভিষেক ঘোষণা করেন, ভোট মিটলে ফের তিনি জেলায় জেলায় জনসংযোগের জন্য দ্বিতীয় দফায় শুরু করবেন নবজোয়ার কর্মসূচি, যার নাম দেওয়া হয়েছে – নবজোয়ার ২। ৪ জুন লোকসভা ভোটের ফলাফল বেরোবে। নতুন সরকার গঠনের পর জুনের শেষ থেকেই শুরু হবে অভিষেকের নয়া কর্মসূচি।