সন্দেশখালি ঘটনায় নয়া মোড় ! সাদা কাগজে সই করানো হয়েছিল মহিলাদের! অভিযোগের তির জাতীয় মহিলা কমিশনের ওপর
A new twist in the case of Sandeshkhali! The white paper was signed by women, complaining about the National Commission for Women

The Truth Of Bengal Desk: সন্দেশখালির ভিডিও ভাইরাল হতেই আসল সত্যর দিকে এগোচ্ছে প্রতিবাদীরা। এলাকার মহিলারা প্রতিবাদ জানাচ্ছেন বিজেপি ঘৃণ্য রাজনীতির চক্রান্তের বিরুদ্ধে। এমনকি অভিযোগ পাওয়া গেল নারীর সম্মান নিয়ে প্রতিষ্ঠানিক ষড়যন্ত্র-এর। সেই রকমই আরও এক ভিডিও উঠে এল আমাদের কাছে। যেখানে মহিলারা বলছেন ‘সাদা কাগজে আমাদের দিয়ে সই করানো হয়েছে আমরা কিছুই জানতাম না। জাতীয় মহিলা কমিশন আমাদের দিয়ে এমন কাজ করিয়েছেন’। ভিডিও সামনে আসার পর শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে।
বছর শুরুর কিছুদিন পরই সন্দেশখালির ঘটনা সামনে আসতে একাধিক অভিযোগ উঠে এসেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ওপর। তবে একাধিক বার সেই ঘটনাকে মিথ্যে ও সাজানো বলেও দাবি করেছিল তৃণমূল। তবে কিছুদিন ধরে সংবাদ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও তে সামনে এসেছে পুরো সত্যতা। সেই ভাইরাল ভিডিওতে বিজেপি নেতাকে স্পষ্ট বলতে শোনা যায় ‘সবকিছুই আমাদের চক্রান্ত ছিল। আমরা জোর করে মহিলাদের দের দিয়ে অভিযোগ দায়ের করিয়েছিলাম।‘ এবার সেই একই অভিযোগ তুললেন মহিলারাও।
মহিলাদের দাবি ‘জাতীয় মহিলা কমিশনার চেয়ারপার্সেন্ট রেখা শর্মা তাদের দিয়ে সাদা কাগজে সই করিয়েছে। তার কিছুদিন পর তারা জানতে পারেন তারা নাকি ধর্ষণের অভিযোগ করেছেন, অভিযোগ শেখ শাহাজাহান, উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে। কিন্তু তারা সেই বিষয়ে কিছুই জানতেন না। তাদের বলাই হয়নি যে তারা আসলে অভিযোগ পত্রে সই করছেন। যেভাবে সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে মা বোনেদের ভুল বুঝিয়ে নারীর সম্মান নিয়ে রাজনীতি করা হয়েছে তা নিন্দা করছেন বহু মানুষ।