বহুদিনের বিদেশ ভ্রমণের ইচ্ছে ছিল মায়ের, কিভাবে তা পূরণ করলেন প্রীতম?

ছোট থেকে মায়ের কোলে পিঠে করে বড় হয়েছেন সুরকার প্রীতম চক্রবর্তী। বৃদ্ধ বয়সে মায়ের শখ পূরণের দায়িত্বও পালন করেছেন তিনি। প্রীতমের মায়ের ইচ্ছা ছিল বিদেশ দেখার। জীবনে অন্তত একবার লন্ডন-প্যারিস ঘুরে দেখতে চেয়েছিলেন। কিন্তু, শারীরিক সমস্যার কারণে হাঁটাচলা করা সম্ভব ছিল না।
মায়ের ইচ্ছা পূরণের জন্য প্রীতম সাহস করে বেরিয়ে পড়েন। মাকে হুইল চেয়ারে করে বিদেশ ঘোরানোর পরিকল্পনা করেন তিনি। মনের কোণে ভয় থাকলেও, মায়ের ইচ্ছে পূরণের জন্য প্রীতম রিক্স নিতেও প্রস্তুত ছিলেন।
অবশেষে, ২০২৩ সালের শেষের দিকে মায়ের সঙ্গে লন্ডন-প্যারিস ভ্রমণে যান প্রীতম। হুইল চেয়ারে করে মায়ের সঙ্গে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন তিনি। সেই সুখকর মুহূর্তগুলোকে স্মরণ করে প্রীতম চক্রবর্তী বলেন, “মায়ের ইচ্ছা পূরণ করতে পেরে আমি অনেক খুশি। মায়ের চোখে আনন্দের ঝিলিক দেখে আমি বুঝতে পারছিলাম যে, তিনি কতটা খুশি।”
প্রীতম চক্রবর্তীর এই ঘটনাটি আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। সন্তানদের উচিত বাবা-মায়ের ইচ্ছা পূরণের চেষ্টা করা।