
The Truth of Bengal,Mou Basu: সারাবছর অধীর আগ্রহে আপামর বাঙালি অপেক্ষা করে থাকে দুর্গোৎসবের জন্য। বিশ্বায়নের যুগে, প্রযুক্তি, প্রগতির যুগে দুর্গাপুজো আজ কার্নিভালের রূপ নিয়েছে। বাঙালির কাছে দুর্গাপুজো মানে ঘরের মেয়ের পতিগৃহ ছেড়ে পিতৃগৃহে ফেরা। দুর্গাপুজো যেমন অনন্য তেমনই পুজোর নিয়মাচারও অনন্য। পুজোয় আমরা ফুল বেলপাতা দিয়ে মায়ের শ্রীচরণে পুষ্পাঞ্জলি নিবেদন করি।
আসুন দেখে নিই রাশি অনুযায়ী দেবী দুর্গাকে কোন ফুল নিবেদন করবেন?
মেষ রাশির জাতক জাতিকা দেবী দুর্গাকে লাল জবা, লাল পদ্ম বা যেকোনো লাল রঙের ফুল নিবেদন করুন।
বৃষ রাশির জাতক জাতিকা সাদা রঙের পদ্ম, বেল ফুল বা সাদা রঙের ফুল নিবেদন করুন।
মিথুন রাশির জাতক জাতিকা হলুদ গাঁদা বা যে কোনো হলুদ রঙের ফুল নিবেদন করুন।
কর্কট রাশির জাতক জাতিকা সাদা রঙের পদ্ম, সাদা রঙের গাঁদা, জুঁই বা যে কোনো সাদা বা গোলাপি রঙের ফুল নিবেদন করুন।
সিংহ রাশির জাতক জাতিকা জবা, গাঁদা বা যে কোনো সুগন্ধি ফুল নিবেদন করুন।
কন্যা রাশির জাতক জাতিকা যে কোনো সুগন্ধি ফুল নিবেদন করুন।
তুলা রাশির জাতক জাতিকা সাদা রঙের পদ্ম, বেল, জুঁই, গাঁদা, জবা ফুল নিবেদন করুন।
বৃশ্চিক রাশির জাতক জাতিকা যে কোনো হলুদ, লাল ও গোলাপি রঙের ফুল নিবেদন করুন।
ধনু রাশির জাতক জাতিকা পদ্ম, জবা, গাঁদা ফুল নিবেদন করুন।
মকর ও কুম্ভ রাশির জাতক জাতিকারা নীল অপরাজিতা, জবা, সব রঙের পদ্ম, গাঁদা, বেল, জুঁই ফুল নিবেদন করুন।
মীন রাশির জাতক জাতিকারা হলুদ রঙের ফুল, সব রঙের পদ্ম, গাঁদা, জবা ফুল নিবেদন করুন।
কোন কোন জিনিস নিবেদন করলে দেবী দুর্গা রুষ্ট হবেন–
দুর্গা ঠাকুরকে কেতকি, ধুতরো, নাগচম্পা ফুল, তুলসিপাতা আর আমলকি নিবেদন করা নিষিদ্ধ।
Free Access