অফবিট

গায়ে গেরুয়া বসন, গলায় রুদ্রাক্ষের মালা! মহাকুম্ভে স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল

Wearing saffron and rudraksha beads, Steve Jobs' wife Laurene Powell at Mahakumbh

Truth Of Bengal: অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল আজ প্রয়াগরাজে মহাকুম্ভে পূজা-অর্চনা করেছেন। এ সময় তিনি হলুদ এবং গেরুয়া রঙের পোশাক পরেছিলেন এবং গলায় রুদ্রাক্ষের মালা পরেছিলেন। লরেনের সঙ্গে আমেরিকা থেকে আসা আরও কয়েকজন মহাকুম্ভে পূজা করেন এবং “হর-হর মহাদেব” ধ্বনিতে গলা মেলান।

নিরঞ্জনী আখড়ার আচার্য কৈলাসানন্দ গিরি মহারাজ লরেনকে ভারতীয় নাম “কমলা” প্রদান করেছেন। মহাকুম্ভে অংশগ্রহণের আগে লরেন বারাণসী সফর করেন এবং সেখানে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করেন। তার সঙ্গে আচার্য কৈলাসানন্দ গিরি মহারাজও উপস্থিত ছিলেন।

লরেন বিশ্বনাথ মন্দিরের গর্ভগৃহের বাইরে থেকে পূজা-অর্চনা করেন। তখন তিনি ভারতীয় পোশাক হিসেবে গোলাপি সালোয়ার কামিজ এবং মাথায় সাদা ওড়না পরেছিলেন। আচার্য কৈলাসানন্দ গিরি মহারাজ বলেন, “লরেন মন্দিরের সমস্ত প্রথা মেনে পূজা করেছেন। আমাদের ভারতীয় রীতি অনুযায়ী, কোনো অ-হিন্দু কাশী বিশ্বনাথ মন্দিরের শিবলিঙ্গ স্পর্শ করতে পারেন না। তাই লরেনকে বাইরে থেকেই শিবলিঙ্গ দর্শন করানো হয়।” মহাকুম্ভে লরেন নিরবচ্ছিন্নভাবে এবং সফলভাবে উৎসব সম্পন্ন হওয়ার জন্য প্রার্থনা করেছেন।

উল্লেখ্য, লরেন পাওয়েলের জন্ম ১৯৬৩ সালের ৬ নভেম্বর, নিউ জার্সির ওয়েস্ট মিলফোর্ডে। ১৯৯১ সালের ১৮ মার্চ লরেন এবং স্টিভ জবস বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি স্টিভ জবসের বিশাল সম্পদের অধিকারী। ফোর্বস অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি মাসে লরেন পাওয়েলের মোট সম্পদের পরিমাণ ১৫.৫ বিলিয়ন ডলার।

Related Articles