
The Truth Of Bengal :
১) সোনা ভালোবাসে না এমন মানুষ বিরল। সারা বিশ্বে যত পরিমাণ সোনা আছে তার ১১% সোনা আছে ভারতীয় মহিলাদের কাছে।
২) সবচেয়ে বেশি যে সোনার বার মিলেছে তার ওজন ২৫০ কেজি।
৩) সারা বিশ্বে যত পরিমাণ সোনা উত্তোলন হয় তার সিংহভাগ দক্ষিণ আফ্রিকার উইটওয়াটারসল্যান্ডের সোনার খনি থেকে আসে।
৪) সোনা নিয়ে ভয় পাওয়াকে বলে অরোফোবিয়া।
৫) ইউক্যালিপটাস গাছের পাতাতেও মেলে সোনা।
৬) অলিম্পিকের স্বর্ণ পদকে মাত্র ১% সোনা আছে।
৭) এক টন সোনার বার থেকে যত পরিমাণ সোনা মেলে তার চেয়ে বেশি সোনা এক টন মোবাইল ফোন থেকে মিলবে।
৮) সবচেয়ে বেশি ৮,১৩৩.৪৬ টন সোনা আছে আমেরিকায়।
৯) জার্মানিতে রয়েছে ৩,৩৫২.৬৫ টন সোনা। ইতালির কাছে ২,৪৫১.৮৪ টন সোনা আছে।
১০) স্বর্ণভাণ্ডারের নিরিখে ভারত রয়েছে নবম স্থানে। ভারতের কাছে রয়েছে ৮০০.৭৮ টন সোনা।