অফবিট

বেঙ্গালুরুর ব্যস্ত রোডে ইউনিসাইকেল রাইডিং, প্রশংসা ও সমালোচনায় বিভক্ত নেটিজেনরা

Unicycle riding on busy road in Bengaluru, netizens divided in praise and criticism

Truth Of Bengal: বেঙ্গালুরুর ব্যস্ত আউটার রিং রোড-এ ইউনিসাইকেল চালিয়ে যাওয়া এক ব্যক্তির ভিডিও এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। কেউ একে নতুন উদ্ভাবনী আইডিয়া বলছেন, আবার কেউ একে চরম বিপজ্জনক বলে মনে করছেন।

‘Bengaluru Visuals’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ব্যাকপ্যাক কাঁধে ও হেলমেট পরে রাস্তার একপাশ দিয়ে দক্ষতার সঙ্গে ইউনিসাইকেল চালিয়ে যাচ্ছেন। ভিডিওটি সম্ভবত এক সহযাত্রী রেকর্ড করেছেন।

এটি আসলে বেঙ্গালুরুর কুখ্যাত ট্রাফিক সমস্যার এক বিকল্প সমাধান, নাকি নিছক বিপদের আহ্বান—এ নিয়েই তুমুল বিতর্ক চলছে। ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনেও প্রশ্ন তোলা হয়েছে: “এটাই কি বেঙ্গালুরুর ভবিষ্যৎ গণপরিবহন, নাকি নিছক ঝুঁকিপূর্ণ কাণ্ড?”

এই ভিডিও দেখে সামাজিক মাধ্যমের ব্যবহারকারীদের প্রতিক্রিয়া মিশ্র। একজন সমর্থক লিখেছেন, “প্রতিটি উদ্ভাবনের সঙ্গেই ঝুঁকি থাকে!” তবে অপর এক জনের মন্তব্য, “একটা খোলা ম্যানহোলই যথেষ্ট, আরেকটা দুর্ঘটনার কেস তৈরি করতে!”

আরেকজন পুরো বিষয়টিকেই অযৌক্তিক বলে মন্তব্য করেছেন, “পুরোপুরি অর্থহীন! এটা শুধুই একপ্রকার প্রচার কৌশল।” অন্য একজন লিখেছেন, “এটা খুবই বিপজ্জনক, যদি সামনে গর্ত পড়ে?”

কিছু ব্যবহারকারী অবশ্য বিষয়টিকে রসিকতার ছলে নিয়েছেন। এক জন লিখেছেন, “ও গন্তব্যে পৌঁছাবে আগামী বছর!” আরেকজন জানতে চেয়েছেন, “আমাজন, ফ্লিপকার্ট, মেশো—কোথায় পাওয়া যাবে এটা?”
প্রশংসা নাকি সমালোচনা?

এই মুহূর্তে সামাজিক মাধ্যমের ব্যবহারকারীরা দ্বিধাবিভক্ত—একদল এটিকে প্রশংসার দৃষ্টিতে দেখছেন, অন্যদিকে অনেকে এটিকে এক দুঃসাহসী ঝুঁকিপূর্ণ কাণ্ড বলে সমালোচনা করছেন। তবে ইউনিসাইকেল চালানো এই যুবক আপাতত সবার নজর কাড়তে সফল হয়েছেন!

Related Articles