
The Truth of Bengal,Mou Basu: জলে, স্থলে, আকাশে, সর্বত্র প্লাস্টিকের ছড়াছড়ি। প্লাস্টিকের করাল থাবা থেকে রক্ষা পেল না পাথরও। প্লাস্টিকের পাথর মিলেছে ৫টি মহাদেশের ১১টি দেশে। ভারতের পাশাপাশি ব্রাজিল, বাংলাদেশ, হাওয়াই দ্বীপ, চিন, জাপান, ইতালি, পর্তুগাল, পেরু, ব্রিটেন ও স্পেনের কারি আইল্যান্ডে মিলেছে প্লাস্টিকের পাথর। প্লাস্টিকের কারণে পরিবেশ যে কতটা দূষিত হয়েছে তার সাক্ষাৎ প্রমাণ হল এই প্লাস্টিকের পাথর। গোটা বিশ্বে একাধিক মহাদেশে একাধিক দেশের একাধিক জায়গায় খোঁজ মিলেছে বিভিন্ন আকারের প্লাস্টিকের পাথর। কম্প্রেজড রক ও ফেলে দেওয়া প্লাস্টিকের পলিমার রয়েছে পাথরে। বহু বছর ধরে বিজ্ঞানী মহলে বিতর্ক রয়েছে প্লাস্টিকের পাথরকে কী নাম দেওয়া হবে তা নিয়ে। plastitone, plasticrust, plasticrust, plastiglomerate, plastitar, plastisandstone, ইত্যাদি বিভিন্ন নামে ডাকা হয় এমন প্লাস্টিকের পাথরকে। জিওলজিস্ট প্যাট্রিসিয়া কর্কোরান প্রথম বার হাওয়াই দ্বীপে এমন পাথরের খোঁজ পান। তিনি এর নাম দেন ‘plastiglomerate’। Tsinghua বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেয়ি হাউ ও তাঁর গবেষক দলের সদস্যরা প্লাস্টিকের পাথর নিয়ে গবেষণা চালান। তাঁরা ৫টি মহাদেশের ভারত-সহ ১১টি দেশে এমন পাথরের খোঁজ পান।
কীভাবে তৈরি হয় প্লাস্টিকের পাথর?
বিজ্ঞানীরা দেখেছেন, প্লাস্টিকের টুকরো যখন পোড়ানো হয় তখন তা ঠান্ডা হওয়ার পর জমাট বেঁধে যায়। সময়ের সঙ্গে সঙ্গে তা পাথরে পরিণত হয়। এছাড়াও জাহাজের তেল যা জলে মেশে তাও ভেসে আসে সমুদ্র তটে। এই তেলে মিশে থাকে প্লাস্টিকও। এসব তেল, প্লাস্টিকের কণা সমুদ্র সৈকতে থাকা পাথরের গায়ে আটকে যায়। আংশিক ভাবে বাষ্পীভূত হওয়ার পর তা কঠিন পদার্থে পরিণত হয়। এছাড়াও সূর্যের আলোয় প্লাস্টিকের অক্সিডেশন প্রক্রিয়ার মাধ্যমে plastitone তৈরির প্রমাণ পাওয়া গেছে।
পরিবেশের জন্য কতটা ক্ষতিকর এই প্লাস্টিকের পাথর?
প্লাস্টিকের পাথর জীববৈচিত্র্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। মাটির সঙ্গে মাইক্রো প্লাস্টিকের কণা মিশে গিয়ে মাটিতে যে সব ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রাণী জন্মায় তা বাধা ঘটায়। গবেষকরা দেখেছেন, প্রতি বছর মানুষের জন্য ২২-৪৮ মিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক মাটিতে মিশছে।