অফবিট

ট্রেডমিলে হাঁটছে ম্যানিক্যুইন! চায়নার শপিং মলে কি কাণ্ড দেখুন

Mannequin walking on a treadmill! See what's happening at a shopping mall in China

Truth Of Bengal: ট্রেডমিলে হাঁটছে ম্যানিক্যুইন! অবাক হয়ে তাকিয়ে রয়েছেন মানুষজন। চায়নার শপিং মলের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ম্যানিক্যুইন না মডেল, একঝলকে দেখে বোঝার উপায় নেই। এক্কেবারে পেশাদারী মডেলের মতোই যেন ব়্যাম্পে হাঁটছে ম্যানিক্যুইন। পকেট থেকে ফোন বের করে সেই দৃশ্য ক্যামেরাবন্দী করতে ব্যস্ত লোকজন।

কি, ভাবছেন তো ঠিক কী হচ্ছে ? মিলিয়ন ভিউজ ভিডিওটির। ক্যাপশনে লেখা, একটি চাইনিজ় রিটেল চেন ম্যানিক্যুইনের বদলে মহিলাদের ট্রেডমিলে হাঁটাচ্ছে. তাদের মতে, এই দৃশ্য খুব সহজেই চোখ টানবে শপিং মলে আসা মানুষজনদের।

প্রসঙ্গত, বেশকিছু মাস আগে এমন একটি ভিডিও দেখা গিয়েছিল দুবাইয়ে যেখানে নজর কাড়তে ম্যানিক্যুইনের পাশে দাঁড় করানো হয়েছিল একজন মডেলকে। সেই ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছিল নেটিজেনদের মধ্যে। আর এবার চায়নার এই ভিডিও দেখে নেটদুনিয়ার একাংশ যেমন বাহবা জানিয়েছেন, বেশকিছু মানুষ আবার এর নিন্দাও করেছেন। তাঁদের মতে, কারও পক্ষেই এভাবে ঠায় দাঁড়িয়ে থাকা সম্ভব নয়. কেউ আবার বলছেন, এতো দারুণ চাকরি। টাকাও আসছে আবার একটু ওয়ার্কআউটও হয়ে যাচ্ছে।

Related Articles