অফবিট
Trending

প্রিয়তমের কপালে আলতো চুমু বোঝাবে আপনাদের বন্ধন চিরদিনের

A gentle kiss on the beloved's forehead will mean your bond is forever

The Truth Of Bengal,Mou Basu: যে কোনো আবেগ ঠিকমতো ভাবে প্রকাশ করতে আপামর বাঙালির যিনি শেষ আশ্রয় সেই রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগেই চুম্বন কবিতায় বলেছেন—“দুইটি তরঙ্গে উঠি প্রেমের নিয়মে/ভাঙিয়া মিলিয়া যায় দুইটি অধরে/প্রেম লিখিতেছে যে গান/কোমল আদরে অধরেতে থরে চুম্বনের লেখা।”

প্রেমের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল চুমু বা কিস। চুমুর মাধ্যমে বোঝা যায় প্রেমিক যুগলের মধ্যে সততা, বিশ্বস্ততা। প্রেমের সম্পর্কে অজস্র কথা যা প্রকাশ করতে পারে না তা সহজ ভাবে বুঝিয়ে দিতে পারে একটি আলতো চুমু। প্রেমের সপ্তাহ বা ভ্যালেন্টাইন উইকের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হল কিস ডে বা চুম্বন দিবস। প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি মহাসমারোহে পালন করা হয় কিস ডে বা চুম্বন দিবস।

কতটা স্বাস্থ্যকর চুমু? শরীর ও মনে কী প্রভাব পড়ে চুমুর?

১) চুমুর মাধ্যমে অক্সিটোসিন, সেরোটোনিন আর ডোপামিন নামক ফিল গুড হরমোনের নিঃসরণ হয় যা মনকে চাঙ্গা রাখে, উৎফুল্ল করে, বন্ধন দৃঢ় করে। স্ট্রেস হরমোন কর্টিসলের নিঃসরণ কমায় চুমু।

২) চুমু খেলে অক্সিটোসিন হরমোনের নিঃসরণ বাড়ে যা একদিকে যেমন সম্পর্ককে মজবুত ও দৃঢ় করে তোলে তেমনই মনের আত্মতুষ্টি ও আত্মতৃপ্তি বাড়ায়। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদি সম্পর্কের ক্ষেত্রে।

৩) চুমু স্ট্রেস হরমোন কর্টিসলের নিঃসরণ কমায়। আত্মবিশ্বাস জোগায়। নিজের গুরুত্ব অনুভব করায়। ২০১৯সালের একটি গবেষণায় দেখা গেছে এমনই তথ্য।

৪) অক্সিটোসিন হরমোন মনের উদ্বেগ ও অবসাদ দূর করে। তাই চুমু উদ্বেগ কমায়, রিল্যাক্স করতে সাহায্য করে।

৫) চুমু রক্তনালিকে নরম করে। রক্তচাপ স্বাভাবিক করে। মাথার যন্ত্রণা কমায়। স্ট্রেস থেকে মাথার যন্ত্রণা হয়।

৬) ২০১৪ সালের একটি গবেষণায় দেখা গেছে চুমু খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

৭) ২০০৯ সালের একটি গবেষণায় দেখা গেছে, চুমু খেলে প্রেমিক যুগলের টোটাল সেরাম কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ক্রনিক রোগ প্রতিরোধ করতে সাহায্য করে চুমু। চুমু খেলে মুখের ফেশিয়াল মাসল বা পেশি মজবুত হয়। স্যালাইভা বা জিভের লালা তৈরিতে সাহায্য করে চুমু দাঁতে ক্যাভিটিজ হওয়া রোধ করে।

জানেন কি বিভিন্ন কায়দার চুমুর আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা—

১) কপালে আলতো চুমু সম্পর্কে গভীরতা এবং নির্ভরতা বোঝায়।

২) কানে চুমু বোঝায় আপনি প্রেম সম্পর্কে কতটা প্যাশনেট।

৩) ঘাড়ে চুমু খাওয়া বোঝায় প্রেমিক বা প্রেমিকা খুবই রোম্যান্টিক।

৪) গালে চুমু ইঙ্গিত দেয় বন্ধুত্বের।

৫) হাতের তালুতে বোঝায় আপনার পছন্দ।

৬) প্রিয়জনের পায়ের তালুতে চুমু প্রলুব্ধতাকে নির্দেশ করে।

৭) কাঁধে চুমু বুঝিয়ে দেবে আপনার প্রিয়জনকে আপনি কতটা চান।

৮) সবচেয়ে প্যাশনেট ভঙ্গিতে চুমু হল লিপ টু লিপ কিস বা ওষ্ঠ চুম্বন। প্রেমের সম্পর্ককে অন্য উচ্চতায় পৌঁছে দেয়। গভীর মানসিক একাত্মতাকে নির্দেশ করে। তাই জীবনের সমস্ত বিরস ভাব কাটিয়ে মহা সমারোহে পালন করুন কিস ডে। আপনার চুমুর ছোঁয়ায় প্রিয়জনের মুখের নরম হাসি বুঝিয়ে দেবে তাঁর জীবনে আপনি কতটা গুরুত্বপূর্ণ।

FREE ACCESS

Related Articles