জীবন মানে নানান রঙের সম্ভার, তবে জানেন কী কোন রাশির মানুষ কোন রঙে দোল খেলবেন? চলুন জেনে নেওয়া যাক
Do you know which zodiac sign people will play in which colour?

Bangla Jago Desk : জীবন মানে নানান রঙের সম্ভার। তবে রঙের ভিন্যতার মত প্রত্যেক মানুষের চারিত্রিক গঠনও হয় ভিন্য। তাই রাশিফল মতে রঙ ব্যাবাহার করে যদি দোল খেলা যায় তাহলে তো কথাই নেই। রঙ আপানার জীবন করে তুলবে সমৃদ্ধ ও সৌভাগ্যাবান। কোন রাশির মানুষ কোন রঙে দোল খেলবেন আসুন জেনেনেওয়া যাক।
বাঙ্গালির বারোমাসে তেরোপার্বণ। সেই তেরো পার্বোনের অন্যতম পার্বোন এই দোল উৎসব। দোল মানেই লাল নিল সবুজের জেনো মেলা। রঙের এই উৎসবে ছোটো থেকে বড় সকলেই সামিল হয়। রঙের উৎসবে আমরা ত্বক চুলের স্বাস্থ্য নিয়ে চিন্তা করি তবে রঙের ব্যবহার করে যে জীবনকে উন্নতির রঙে রঙিন করা যায় তা হয়তো সকলের জানানেই। জ্যোতিষশাস্ত্র সেই উন্নতিরই পথ দেখায়। জীবনে শুভত্ব উন্নতি ও সাচ্ছন্দ আনতে তাই রাশি মিলিয়ে রঙ খেলার বিধান দেয় এই জ্যোতিষশাস্ত্র। কোন রাশির মানুষ কোন রঙে দোল খেলবেন সে বিষয়ে জেনে নেওয়াযাক।
মেষ বা এরিজ: রাশিচক্রের মধ্যে সবচেয়ে প্যাশনেট রাশি হল মেষ রাশি। রাশির অধিপতি মঙ্গল। অগ্নিতত্ত্বের রাশি মেষ রাশির জন্য দোলে সবচেয়ে শুভ রঙ হল লাল। তাই দোলের দিন থেকেই ভাগ্য ফেরাতে লাল রঙের আবীর বা রঙ খেলুন। লালের পাশাপাশি সবুজ, কেশর, হলুদ, গোলাপির মতো উজ্জ্বল রঙও শুভ।
বৃষ বা টরাস: বৃষ রাশির মানুষ যে কোনো ব্যাপারে প্রচণ্ড উৎসাহী হন। যে কোনো জায়গায় মধ্যমণি হন বৃষ রাশির মানুষ। রাশির অধিপতি শুক্র। পৃথ্বীতত্ত্বের রাশি বৃষ। গোলাপি, কেশর, আকাশি নীল, সবুজ, নীল রঙের আবীর বা রঙ সবচেয়ে শুভ।
মিথুন বা জেমিনি: বায়ুতত্ত্বের রাশি মিথুন রাশির মানুষ সব সময় সব জায়গার মধ্যমণি হন। রাশির অধিপতি বুধ গ্রহ। হলুদ, রুপোলি, সাদা, সবুজ, চকচকে লাল আবীর, রঙ সবচেয়ে শুভ।
কর্কট বা ক্যানসার: রাশির অধিপতি চন্দ্র। জলতত্ত্বের রাশি কর্কট রাশির মানুষ একটু ঘরকুনো হন। পরিবারই এদের কাছে মুখ্য। সাদা, হালকা নীল, রুপোলি আবীর, রঙ খুব শুভ।
সিংহ বা লিও: অগ্নিতত্ত্বের রাশি সিংহ। রাশির অধিপতি সূর্য। এই রাশির মানুষ শৈল্পিক মানসিকতার হন। কমলা, সোনালি, রক্তলাল, তামাটে রঙ খুব শুভ বলে মানা হয়।
কন্যা বা ভার্গো: পৃথ্বীতত্ত্বের রাশি কন্যা রাশির অধিপতি বুধ। এরা ভীষণ শৃঙ্খলাপরায়ণ হন। হলুদ, গেরুয়া, গোলাপি নীল রঙ শুভ।
তুলা বা লিব্রা: বায়ুতত্ত্বের রাশি তুলা রাশির অধিপতি শুক্র গ্রহ। এই রাশির মানুষরা খুব সহজে অন্যের সঙ্গে মিশে গিয়ে বন্ধুত্ব করে ফেলতে পারে। ঘন নীল, লাল, বেগুনি, পার্পল, অ্যামেথিস্ট রঙ শুভ।
বৃশ্চিক বা স্করপিও: জলতত্ত্বের রাশি বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। এই রাশির মানুষ সব সময় যে কোনো উৎসব বিরাট ভাবে উদযাপন করতে ভালোবাসে। সবুজ, হলুদ, গোলাপি রঙ খুব শুভ।
ধনু বা স্যাজিটেরিয়াস: অগ্নিতত্ত্বের রাশি ধনু রাশির অধিপতি বৃহস্পতি গ্রহ। এই রাশির মানুষ খুব সহজে অন্য সংস্কৃতিকে আপন করে নিতে পারে। লেমন ইয়োলো, পার্পল, ইন্ডিগো, বেগুনি, সিঁদুর লাল রঙ শুভ।
মকর বা কেপ্রিকর্ন: পৃথ্বীতত্ত্বের রাশি মকরের অধিপতি শনি। খুবই মজার মানুষ হন মকর রাশির মানুষরা। ডার্ক ব্রাউন, ধূসর রঙ শুভ।
কুম্ভ বা অ্যাকুরিয়াস: বায়ুতত্ত্বের রাশি কুম্ভ রাশির অধিপতি শনি। পুরোনোকে ঝেড়ে ফেলে নতুনকে আপন করে নিতে সদা তৎপর কুম্ভ রাশির মানুষ। এরা সব সময় ইতিবাচক মানসিকতার মানুষ। বেগুনি, সবুজ, নীল রঙ শুভ।
মীন বা পাইসেস: দ্বাদশ বা শেষ রাশি মীন রাশি জলতত্ত্বের রাশি। রাশির অধিপতি বৃহস্পতি। অন্য সংস্কৃতি ও দেশের মানুষের সঙ্গে এই রাশির মানুষ বন্ধুত্ব পাতাতে ভালোবাসে। ইন্ডিগো, লাল, সবুজ, গোলাপি, পান্না সবুজ, বেগুনি, টারকোয়েজ রঙ শুভ।
FREE ACCESS