
The Truth of Bengal, Mou Basu:
”আরও দূরে চল যাই
ঘুরে আসি।
মন নিয়ে কাছাকাছি
তুমি আছো আমি আছি
পাশাপাশি– ঘুরে আসি।।”
নাগরিক ব্যস্ততা থেকে দূরে প্রিয়জনের হাত ধরে দিকশূন্যপুরে হারিয়ে যেতে কার না মন চায়।আর সেটি যদি হয় বিয়ের দিনের মতো বিশেষ দিনে তাও আবার মহাকাশে। তাহলে তো কথাই নেই যাকে বলে একেবারে সোনায় সোহাগা। ছেলে হোক কিংবা মেয়ে, বিয়ের বন্ধনে বাঁধা পড়ার আগে বিয়ে কোথায় হবে তা নিয়ে চিন্তায় রাতের ঘুম উড়ে যায় বাবা-মায়ের। বাড়িতে বিয়ের আয়োজনের হ্যাপা এখন অনেকেই করতে চান না। তাই অগত্যা অনেক আগে থেকেই বিয়ে বাড়ি বুক করে ফেলা হয়। এছাড়াও এখন সেলেবদের দেখে ডেসটিনেশন ওয়েডিং-ও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইদানিং। অর্থাৎ দেশ-বিদেশের কোথাও বিয়ের আয়োজন করা। এবার মহাকাশেও করা যাবে বিয়ে। ভাবছেন কীভাবে সম্ভব মহাকাশে বিয়ে করা?
হ্যাঁ সম্ভব। প্রত্যেকের জীবনেই বিয়ের দিনটি একটি বিশেষ দিন। বিয়ে নিয়ে অনেকেরই নানান স্বপ্ন থাকে। নাগরিক ব্যস্ততা থেকে দূরে প্রিয় মানুষের সঙ্গে মহাকাশে বসেই আপনি নতুন সংসার জীবনে প্রবেশ করতেই পারেন। তাই ‘হটকে’ বা আলাদা মাপের ডেসটিনেশন ওয়েডিং চাইলে আপনার গন্তব্য হতেই পারে এই পৃথিবী থেকে দূরে মহাকাশে। তবে এর জন্য আপনার খরচ হবে ভারতীয় মুদ্রায় জনপ্রতি ১ কোটি টাকা করে। স্পেস পার্সপেক্টিভ নামে একটি সংস্থা সম্প্রতি তাদের নয়া এই মহাকাশাভিযানের ঘোষণা করেছে। সংস্থাটির তরফে জানানো হয়েছে, বর-কনে ও তাঁদের পরিজনদের একটি কার্বন-নিউট্রাল বেলুনে চাপিয়ে পৃথিবীর কক্ষপথে নিয়ে যাওয়া হবে। অত্যাধুনিক কার্বন-নিউট্রাল বেলুনে থাকবে একাধিক বড়ো বড়ো কাচের জানলা। যার পাশে বসে মহাকাশ থেকে খুব ভালো ভাবে দেখা যাবে আমাদের সুন্দর পৃথিবীকে।
স্পেসশিপ নেপচুন ফ্লাইট বা কার্বন-নিউট্রাল বেলুনে চেপে মহাকাশে যাতায়াতের সময় লাগবে ৬ ঘণ্টা। বিশেষ অত্যাধুনিক ডিজাইনের বেলুন পৃথিবী থেকে ১ লাখ ফুট উচ্চতা উঁচুতে উড়ে আবার নীচে নেমে আসতে সম্ভব। স্পেস পার্সপেক্টিভ নামে সংস্থার টার্গেট পরের বছর অর্থাৎ ২০২৪ সালেই এই বিয়ের মহাকাশাভিযান শুরু করা। এরমধ্যেই ১ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। কার্বন-নিউট্রাল বেলুনে হাইড্রোজেন জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে। এক্ষেত্রে কোনো রকেট ব্যবহার করা হবে না। গোটা যাত্রাপথে বর-কনে, তাঁদের আত্মীয় স্বজন ও অতিথিদের জন্য থাকবে ককটেল, নানান রকম খাবার। বিশ্রাম নেওয়ার জন্য থাকবে আলাদা রেস্ট রুম। মহাকাশ থেকেই যদি কেউ চান পৃথিবীতে থাকা পরিজনদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার জন্য অত্যাধুনিক বেলুনে থাকবে হাইস্পিড ইন্টারনেট আর ওয়াই-ফাইয়ের বন্দোবস্ত। তাই হটকে ডেসটিনেশন ওয়েডিং করতে চাইলে মহাকাশ হতেই পারে আপনার গন্তব্য।