রেস্তরাঁর বিল দেখে মৃত্যু? কি ঘটেছিল জানুন বিস্তারিত
Death after seeing restaurant bill? Find out what happened in detail

Truth Of Bengal : রেস্তোরায় দাঁড়িয়ে বিল মেটাচ্ছিলেন যুবক। দাঁড়ানো অবস্থাতেই মাটিতে লুটয়ে পড়লেন তিনি। পড়ে যাওয়ার পর আর নিজে উঠেও দাঁড়াতে পারলেন না। আসলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। এমন একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। এরই মধ্যেই এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আমাদের পোর্টাল।
‼️💉💉Silent genocide continues in India!!
एक युवक खाना खाने के बाद होटल का बिल चुकाने काउन्टर पर जाता है और फिर बिल देखता है तभी अचानक हार्ट अटैक आकर 27 साल के युवक की मौत हो जाती है😢 आखिर क्या कारण हैं कि लोगों की अचानक मौत हो रही है?गंभीर सवाल हैं 🙏https://t.co/XlnfjhTtHV pic.twitter.com/8VGmk87FnW— Rohit Mishra (@RohitMishra2024) March 5, 2025
ঘটনাটি ঘটেছে ১ লা মার্চ রাজস্থানের একটি হোটেলে। মৃত সেই যুবকের নাম সচিন গারু। তার বয়স মাত্র ২৭ বছর। তিনি পেশায় ছিলেন পুরসভার সাফাই কর্মী। তার বাবা সুরেশ গারু ছিলেন পেশায় একজন পুলিশ। ১ লা মার্চ রাজসমন্দের টিভিএস স্কোয়্যারের একটি রেস্তোরায় খেতে গিয়েছিলেন। খাবার খেয়ে বিল মেটানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সচিন। যেখানে বিল দিচ্ছিলেন সেখানে নিজেই লুটিয়ে পড়েন তিনি। তারপর তাকে দ্রুত স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে রেস্তোরার বিল মেটানোর জন্য কাউন্টারে দাঁড়িয়ে রয়েছেন তিনি। মুখে এক চামচ মৌরি তুলে নিলেন সেই সময়। তারপর হোটেল কর্মী তার হাতে ধরিয়ে দেন বিল। আর তারপরেই কাউন্টারে পড়ে যান সচিন। মাটিতে পড়ে যাওয়ার পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই পুরো ঘটনা ক্যাপচার হয়েছে রেস্তরাঁর সিসিটিভি ক্যামেরায়। ইতিমধ্যেই ভাইরাল হওয়ার ভিডিও দেখে হতবাক নেট দুনিয়া। অনেকেই কমেন্ট করেছেন এটা কি হচ্ছে, খুবই দুঃখজনক ঘটনা। এত অল্প বয়সে একজন যুবকের এইভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।