অফবিট

বিয়ের ডান্স ফ্লোরে লঙ্কাকাণ্ড! হাসির রোল সমাজমাধ্যমে, দেখুন ভিডিও

chaotic wedding dance went viral

Truth Of Bengal: বিয়ে মানেই রীতি-নীতি মেনে দুই মানুষের এক হওয়া, দুই পরিবারের এক হওয়া। জমজমাট এই অনুষ্ঠানে বাদ যায় না কিছুই। খাওয়া-দাওয়া, সাজগোজ, আড্ডা- হইহুল্লোর, এবং অবশ্যই নাচ-গান। বিয়ে থেকে বৌভাত, এই কয়েকদিন আনন্দে গা ভাসান সকলেই।

তবে, এই বিয়ের অনুষ্ঠানে ঘটে গেল লঙ্কাকাণ্ড। আর এই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, নাচতে নাচতে হঠাৎই একে অপরের ওপর চড়াও হন দুজন।

শুরুতে সব ঠিকই ছিল। তারপরে কেন হাতাহাতির ঘটনা ঘটল বিয়েবাড়িতে, তা বুঝে উঠতে পারছেন না নেটিজেনরা। ডান্স ফ্লোরে এই মারপিট দেখে হতবাক ডিজে। এরপর পরিস্থিতি স্বাভাবিক করতে গান বন্ধ করে দেন তিনি।

‘ঘর কি কলেশ’ নামে এক্স অ্যাকাউন্টে ভিডিওটি প্রথম পোস্ট করা হয়। যা দেখে হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে। কেউ বলছেন, ‘নাগিন ডান্স দেখেছিলাম। তারপর এখানে এমন অদ্ভুত নাচ দেখলাম’। কারও আবার প্রশ্ন, ‘এই হাতাহাতি না থামিয়ে আগে ভিডিওটা তুলল কে’।

Related Articles