অফবিট

বার্গারে কামড় দিতেই বেরিয়ে এল পোকা! প্রশ্নের মুখে রেস্তোরাঁ

Bug came out to bite the burger! Restaurant in question

The Truth Of Bengal :  এর আগে খাবারের গুনমান নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। আর এবার রেস্তোরাঁর গাফিলতি ধরা পড়ল। সম্প্রতি রেলের খাবারে পোকা পড়ার ঘটনা নতুন কিছু নয়। এছাড়াও বাজারচলতি নানা প্যাকেটজাত খাবারে পোকামাকড় পেতেও দেখা গিয়েছে।  এবার বহুজাতিক বার্গার বিপণন চেইন রেস্তোরাঁর বার্গারে পোকা থাকার অভিযোগ তুললেন এক যুবতী। আর মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল। এত নামী দামি রেস্তোরাঁর  বার্গারে এমন পোকা দেখে রীতিমতো হতবাক সেই যুবতী। সম্প্রতি ইনস্টাগ্রামে চিকাটকস নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয় যেখানে  ভিডিয়োতে একটি আধ ধাওয়া বার্গারের ছবি দেখা যাচ্ছে। ক্যামেরা একটু কাছে নিয়ে যেতেই দেখা যায়, সেখানে একটি মৃত পোকা আটকে রয়েছে। ভিডিয়োতে সেই মহিলাকে বলতে শোনা যায়, “বার্গারে পোকা দেখেই গা গুলিয়ে উঠেছে। বমি পাচ্ছে এখন।” তিনি ক্যাপশনেও লিখেছেন, “বার্গারে একটি মৃত পোকা পেলাম।”

ক্যাপশন পড়েই জানা যাচ্ছে, স্বনামধন্য ফাস্ট-ফুড রেস্তোরাঁ সংস্থার মুম্বইয়ের একটি আউটলেট থেকে তিনি বার্গার অর্ডার করেছিলেন। সেই বার্গারে কয়েক কামড় দেওয়ার পরেই তাঁর নজরে আসে পোকা। তারপরই রেস্তোরাঁর এমন গাফিলতিতে যাতে কারও  শরীরে প্রভাব  না পরে  একথা মাথায় রেখে ওই যুবতী দেরি না করে চটজলদি ভিডিয়ো বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেন।যা ভাইরাল হয়। প্রশ্ন ওঠে রেস্তোরাঁর গাফিলতি নিয়ে। সাথে এই পোকা পড়ার ঘটনায় এই ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে।তিনি ক্যাপশনে সেই স্বনামধন্য ব্র্যান্ডকে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন।

 

Related Articles