নতুন মহামারী বিশ্বজুড়ে, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
As new epidemics spread around the world, research revealed alarming data

The Truth Of Bengal, Mou Basu : গোটা বিশ্বজুড়ে ক্রমশ মহামারীর আকার ধারণ করছে একাকীত্ব। বিশেষ করে ৬০ ঊর্ধ্বরা ক্রমশই একা হয়ে পড়ছেন মানসিক ভাবে। বয়স্কদের ক্ষেত্রে সাধারণত ধূমপান, মদ্যপান, স্থুলতাকে অসুস্থতার প্রধান কারণ হিসাবে ধরা হয়। কিন্তু Regenstrief Institute ও Indiana University School of Medicine এর করা সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে আরও বেশি ভয়াল কারণ। তাহল একাকীত্ব।
করোনা পরিস্থিতি থেকেই গবেষণা শুরু করেন গবেষকরা। গবেষকদের মতে, শারীরিক দূরত্বের পাশাপাশি সামাজিক দূরত্বও ক্রমশই স্বাস্থ্যের ক্ষেত্রে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। প্রাণঘাতী হয়ে দাঁড়াচ্ছে একাকীত্ব। ধূমপান, মদ্যপানের চেয়েও বয়স্কদের ক্ষেত্রে একা হয়ে যাওয়া, নিকটজনেরা কাছে না থাকা, মানসিক দূরত্ব, উদ্বেগ বেশি প্রাণঘাতী হয়ে উঠছে। ৬৫ বছরের ঊর্ধ্বে প্রায় ৫০% ব্যক্তি একাকীত্বের বেদনা ভোগ করছেন যার সরাসরি প্রভাব তাঁদের শরীর ও মনে পড়ছে। সাইলেন্ট কিলার একাকীত্বকে ‘বায়োফিজিক্যাল স্ট্রেসার’ নাম দিয়েছেন।
প্রাণঘাতী শত্রু একাকীত্ব কোনো চিহ্ন রাখে না বিষের মতো ধীরে ধীরে মানসিক ভাবে কুড়ে কুড়ে খেয়ে শেষ করে ফেলে আস্ত একটা মানুষকে। করোনা অতিমারী বয়স্কদের ক্ষেত্রে একাকীত্বের বেদনাকে আরও বেশি প্রাণঘাতী করে তুলেছে। শারীরিক নানান সমস্যার পাশাপাশি মানসিক ভাবে একাকীত্বের বেদনা বয়স্কদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতাকেও গ্রাস করছে। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে American Geriatric Society র জার্নালে।