অফবিট

পশুরাজকে কামড় বসাল জলের রাজা? ভিডিও দেখে অবাক নেটিজেনরা

Animal king bitten by the king of water? Netizens were surprised to see the video

Truth Of Bengal : এ নাকি জঙ্গলের রাজা, এইদিকে কুমিরের কাছে এক ঘায়েই কুপোকাত? হ্যাঁ সম্প্রতি এই ধরনের একটি ভিডিও ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে নদীর উপরে থাকা একটি পাথরে রোদ পোহাচ্ছিল একটি সিংহ। সবে মাত্র নেমেছে জলে। সেই সময় আচমকাই কামড় বসাল কুমির। জলের শিকারির কামড় থেকে কোন রকম বেঁচে পাড়ে উঠল পশুরাজ। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আমাদের পোর্টাল।

ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে নদীর জল বয়ে চলেছে কুলুকুলু ধ্বনি রবে। নদীর মাঝ বরাবর একটি পাথরের উপর দাঁড়িয়ে রোদ খাচ্ছে সিংহ। বেশ কিছুক্ষণ পর সে সব দিক থেকে নামে নদীর জলে। তারপর সে সাঁতার কেটে নদীর তীরের দিকে যাওয়ার চেষ্টা করে। এমন সময় জলের শিকারি কামড় বসিয়ে দেয় পশুরাজের গায়ে। বলে না যে যেখানে থাকে সে সেখানকার রাজা। তাই জঙ্গলের রাজা সিংহ হলেও জলের রাজা কুমির। আর সেই কারণেই জলে নামতে কামড় বসাল সে। কিছুটা জলের তলায় টেনেও নিয়ে যেতে দেখা যায়। পরে সেই সিংহ নিজের প্রাণ বাঁচিয়ে পড়িমরি করে পালানোর চেষ্টা করে। এই ভিডিও আগেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সম্প্রতি এই ভিডিও ফের ভাইরাল হয়েছে। এই ভিডিও দেখা হয়েছে প্রায় ২ কোটির ও বেশি বার ধরে। ভিডিওটিতে লাইক পড়েছে ৫৮ হাজার।

Related Articles