অফবিট

ছোট্ট পোস্তর দানায় মিনিয়েচার পেন্টিং করে তাক লাগালেন বাঁকুড়ার পড়ুয়া

Miniature painting

The Truth of Bengal,Mou Basu: ছোট্ট একটা পোস্তর দানা। খোলা চোখে বিনা ম্যাগনিফাইং গ্লাস ছাড়া যা দেখাই যায় না সেরকম একটি পোস্তর দানায় মিনিয়েচার পেন্টিং করে তাক লাগিয়ে দিয়েছেন বাঁকুড়ার এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া অঙ্কুর সামন্ত। বছর ২৪-এর অঙ্কুর ইঞ্জিনিয়ারিং পড়ুয়া, থাকেন বাঁকুড়ার টেল্লা গ্রামে। ছোটবেলা থেকেই আঁকতে ভালোবাসেন অঙ্কুর। পড়াশোনার পাশাপাশি হার্ডওয়্যারের ব্যবসাও সামলান তিনি। ২০১৭ সালে এক পথ দুর্ঘটনায় বাবাকে হারান অঙ্কুর। পরিবারে রয়েছেন মা ও ছোট ভাই।

পড়াশোনার পাশাপাশি সংসার চালানোর গুরুদায়িত্বও রয়েছে অঙ্কুরের কাঁধে। শত অসুবিধাতেও পড়াশোনা বা নিজের শখ আঁকাতে কখনো ছেদ পড়তে দেননি তিনি। ভবিষ্যতে চিত্রশিল্পী হয়ে জগৎ জয়ের স্বপ্ন দেখেন অঙ্কুর। এবছর পুজোর ঠিক আগে ছোট্ট একটা পোস্তর দানায় মিনিয়েচার পেন্টিং করেন তিনি। শরতের নীল আকাশে কাশফুলের ছবি আঁকেন অঙ্কুর। এত ছোট প্লাটফর্মে অর্থাৎ পোস্তর দানায় আঁকার জন্য তুলিকে সেই অনুযায়ী তৈরি করে নেন। তবে অর্থের অভাবে খুব দামি রঙতুলি ব্যবহার করতে পারেন না তিনি। সাধারণ রঙই ব্যবহার করেন।

একটা রঙের স্তর শুকোলে তাতে অন্য রঙের প্রলেপ পড়ে। এমন অসাধারণ মিনিয়েচার পেন্টিংয়ের জন্য অঙ্কুরের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ও ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে উঠেছে। এর আগে ২০১৯ সালে ছোট্ট একটি পোস্তর দানায় জাতীয় পতাকার ছবি এঁকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছিলেন অঙ্কুর সামন্ত। শুধু আঁকাই নয়, ফেলে দেওয়া নানান রকম জিনিস দিয়েও নানান রকম শিল্পকর্ম গড়েন তিনি। এবছর সদ্য সমাপ্ত বিশ্বকাপ ক্রিকেটের সময় পাটের দড়ি দিয়ে মিনিয়েচার ওয়ার্ল্ড কাপ ট্রফি তৈরি করেন অঙ্কুর।

Related Articles