অফবিট

দৃষ্টিশক্তি হারিয়েছেন ৭৫ শতাংশ, তবুও স্রেফ মনের জোরে আজ আইএফএস ঝাড়গ্রামের এই যুবক!

 

ঝাড়গ্রামের জয়ন্ত মানকালে। জন্ম থেকেই তার দৃষ্টিশক্তি কম। মাত্র ২০% দৃষ্টিশক্তি নিয়ে বড় হয়েছেন তিনি। বাবার পেনশনের টাকায় কোনও রকমে পড়া চালিয়েছেন। স্বপ্ন দেখতেন আইএএস হওয়ার।

দৃষ্টিশক্তি কম থাকায় পড়াশোনায় অনেক সমস্যা হতো জয়ন্তের। বই পড়া কঠিন ছিল। তাই তিনি টিভি, রেডিওয় সংসদের ডিবেট শুনেই প্রস্ততি চালিয়েছেন।
জয়ন্তের মা ও দিদি তার স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছেন। আচার বেচে সংসারের খরচ চালিয়েছেন তারা। জয়ন্তের মা বলেন, “আমার ছেলের স্বপ্ন পূরণে আমি সব কিছু করব।”

জয়ন্তের অক্লান্ত পরিশ্রমের ফল ২০১৪ সালে এসে। তিনি সিভিল সার্ভিসে ৯২৩ তম স্থান অধিকার করেন। বর্তমানে তিনি ইন্ডিয়ান ফরেন সার্ভিসে কর্মরত।

জয়ন্তের সাফল্য অনেকের জন্য অনুপ্রেরণা। দেখা যাচ্ছে, দৃষ্টিশক্তি কম থাকলেও পরিশ্রম করলে সব কিছু সম্ভব।

Related Articles