লাইফস্টাইল

লিপস্টিকের রঙ বলে দেবে নারী চরিত্র

The color of the lipstick will tell the female character

The Truth of Bengal,mou basu: গানের কথা অনুসারে বলতে গেলে ‘নারী চরিত্র বেজায় কঠিন কিছুই বুঝতে পারবে না’। যে কোনো নারীর পছন্দের পোশাকআশাক, খাবার-দাবার আর জায়গার সঙ্গে ওতোপ্রোতভাবে মিশে আছে ব্যক্তিত্ব, চরিত্র, স্বভাব। সৌন্দর্য সচেতন নারী পোশাকের সৌন্দর্য মেলে ধরতে ব্যবহার করে লিপস্টিক। কিন্তু গবেষণায় দেখা গেছে লিপস্টিকের রঙ বেশি করে প্রকাশ করে আপনার ব্যক্তিত্ব। ওষ্ঠরঞ্জনীর রঙ তুলে ধরে অবচেতন মনে কী চলছে। সায়েন্স অফ ওপিনিয়নস অনুযায়ী, পছন্দের রঙের চেয়েও লিপস্টিকের রঙ লক্ষ্য করলে বোঝা যায় যে কোনো নারীর স্বভাব।

কোন রঙের লিপস্টিক পছন্দ করলে কী রকম চরিত্রের মানুষ বোঝা যায় —-

লাল রঙের লিপস্টিকের আবেদন চিরন্তন। যাঁরা লাল রঙের লিপস্টিক পছন্দ করেন তারা নিজের দিকে সবার মনোযোগ কেড়ে নিতে চান। লাল রঙের লিপস্টিক ক্ষমতা, প্যাশনকে ইঙ্গিত করে। এমন নারীরা আত্মবিশ্বাসী ও শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী। এরা আত্মবিশ্বাসী, কাজের ক্ষেত্রে মনোযোগী, সামাজিক, প্রত্যাশার বিষয় সচেতন। এরা আনন্দ করতে খুব ভালোবাসে।

হালকা বা ন্যুড রঙের লিপস্টিক: যাঁরা হালকা বা ন্যুড রঙের লিপস্টিক পছন্দ করেন তাঁরা বাস্তববাদী, মাটির মানুষ, চিন্তাভাবনা সাদাসিধে। আবেগপ্রবণ কিন্তু পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সচেতন। ধান্দাবাজি, ছলনা পছন্দ করেন না। নিজেদের লুক বা দেখতে কেমন লাগছে সে ব্যাপারে আত্মবিশ্বাসী ও অবগত।

বেগুনি লিপস্টিক: যাঁরা বেগুনি রঙের লিপস্টিক পছন্দ করেন তাঁরা খুব সাহসী, উদ্যোমী হন। নতুন জিনিসকে গ্রহণ করতে পিছপা হয় না। কাজে ও চিন্তাধারায়
সতন্ত্রতা বজায় রাখে।

ব্রাউন লিপস্টিক: মাটির কাছাকাছি রঙ হল ব্রাউন রঙ। তাই এই রঙের লিপস্টিক যাঁরা পছন্দ করেন তাঁরা খুবই বিশ্বাসযোগ্য হন। চরিত্রে গভীরতা আছে। পাশাপাশি খুবই রোম্যান্টিক হন।

পিঙ্ক বা গোলাপি লিপস্টিক: যাঁরা গোলাপি রঙের লিপস্টিক পছন্দ করেন তাঁরা খুব বাবলি বা হাসিখুশি মানুষ হন। আনন্দে থাকতে ভালোবাসে। সাধারণত এরা দয়ালু, যত্নশীল, মিষ্টভাষী, সংবেদনশীল, নরম স্বভাবের হন। কোমলতা, নমনীয়তার পাশাপাশি এদের চরিত্রের আরেক দিক হল এরা খুবই সাহসী ও দৃঢ়চেতা হন।

বার্গেন্ডি লিপস্টিক: বার্গেন্ডি লিপস্টিক পছন্দ করেন যাঁরা তাঁরা একগুঁয়ে প্রকৃতির হন। নিজেদের সিদ্ধান্ত থেকে সহজে টলেন না।

কোরাল লিপস্টিক: উজ্জ্বল কোরাল লিপস্টিক যাঁরা পছন্দ করেন তাঁরা খুবই শৌখিন, হাসিখুশি, মজার মানুষ হন। জীবনকে উপভোগ করতে উৎসাহী।

কমলা লিপস্টিক: আসর জমাতে পটু এমন মহিলারা কমলা রঙের লিপস্টিক পছন্দ করেন। এরা খুবই আড্ডাবাজ হন।

পার্পল লিপস্টিক: যাঁরা পার্পল লিপস্টিক পছন্দ করেন তাঁরা অত্যন্ত আবেগপ্রবণ হন।
পিচ লিপস্টিক: যাঁরা পিচ কালারের লিপস্টিক পছন্দ করেন তাঁরা অন্যের জন্য নিজের ইচ্ছেকে ত্যাগ করতে পিছপা হন না। এরা সব সময় ইতিবাচক চিন্তাভাবনা করেন।

Related Articles