স্বামী স্ত্রী একসাথে বসে মদ্যপান করছেন? এতে কী প্রভাব পড়ছে আপনাদের সম্পর্কে?
Husband and wife sitting together drinking? What effect does it have on you?

The Truth Of Bengal : মদ্যপান, এই বিষয়টিকে কখনোই খুব একটা স্বাস্থ্যকর অভ্যাস বলে বিবেচনা করা হয় না। কারণ মানব দেহের উপর অ্যালকোহলের প্রভাব খুব একটা যে ভালো নয় সেটা আমরা বহুবার দেখেছি। তবে সম্প্রতি একটি গবেষণায় দেখা যাচ্ছে যে, যে যে দম্পতি একসঙ্গে বসে মদ্যপান করেন তাদের জীবনযাপন অনেক বেশি ভালো হয়। একই পানীয় থেকে দুজনের ভাগ রয়েছে এই অভ্যাসের ফলাফল গুলি ভালো বৈবাহিক জীবনের দিকে এগিয়ে নিয়ে যায়। আর এর কারণেই অ্যালকোহল পান করার যে ধরনের সুবিধা গুলি রয়েছে সেগুলি ফুটে ওঠে।
তবে এই গবেষণা কোন ভাবেই মদ্যপানকে প্রমোট করে না। এটি শুধুমাত্রই অংশীদারিত্বের তত্ত্বকে অর্থাৎ একে অপরের সাথে বিভিন্ন অভ্যাসকে ভাগ করে নেওয়ার গুরুত্ব তুলে ধরছে। এই অভ্যাস সম্পর্ক শক্তিশালী করতে সাহায্য করে। গবেষণাটি প্রায় গত দু দশক ধরে ৪৫০০ দম্পতির উপর পরীক্ষা করা হয়েছে। সেই সমীক্ষায় দেখা গেছে যে সকল দম্পতি একসঙ্গে বসে মদ্যপান করার অভ্যাস তৈরি করেছিলেন তারা এমন দম্পতিদের থেকে তুলনায় অনেক বেশি ভালো আছেন যারা একে অপরের সাথে অভ্যাস ভাগ করে নেননি। আবার যে দম্পতিদের মধ্যে মদ্যপানের অভ্যাসের ক্ষেত্রে অসামঞ্জস্যপূর্ণতা দেখা গিয়েছিল অর্থাৎ দুজনের মধ্যে যেকোনো একজন মদ্যপান করতেন তাদের আয়ুষ্কালের ওপরেও কোনো প্রভাব পড়েনি।
মিশি গান বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক তথা অধ্যাপক ডক্টর কিরা বার্ডিট তার গবেষণায় দেখিয়েছেন যে একই ধরনের অ্যালকোহল সেবন করছেন এমন দম্পতিদের মধ্যে সম্পর্ক আরো ভালো। তত্ত্বটিকে, ‘পানীয় অংশীদারত্ব তত্ত্ব’ বলা হচ্ছে। অধ্যাপক বলেন, “এই গবেষণার উদ্দেশ্য ছিল দম্পতিদের ওপর অ্যালকোহল সেবন এবং মৃত্যুহারের প্রভাবের দিকে নজর দেওয়া”।
গবেষণা অনুসারে স্ত্রীর সাথে আপনার মদ্যপানের অভ্যাস সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়াতে সাহায্য করে। সমীক্ষাটি আপনাদের পরামর্শ দেয় যে এই অভ্যাস যুক্ত লোকেরা তার সামঞ্জস্যতা ভাগ করে নিক।
অন্য দিক থেকে দেখতে গেলে এই গবেষণাটিকে দেখে আপনার মনে হতেই পারে যে মদ্যপানের প্রচারের জন্য এইরূপ গবেষণা। তবে জেনে রাখা ভালো এই গবেষণাটি কোনভাবেই অতিরিক্ত মদ্যপানকে প্রমোট করছে না। হালকা মদ্যপানের তুলনায় ভারী মদ্যপান দম্পতিদের মধ্যে দ্বন্দ্ব আর অসন্তোষ সৃষ্টি করে। অন্যদিকে এই মদ্যপানের অভ্যাস যদি অত্যাধিকভাবে জড়িত হয়ে পড়ে তাহলে সম্পর্কটি ভেঙে যেতে বাধ্য হয়। গবেষক বলেছেন, “এই গবেষণার উদ্দেশ্য ছিল স্বাস্থ্য এবং অবসর স্টাডিতে দম্পতিদের মধ্যে অ্যালকোহল ব্যবহার এবং মৃত্যুহারের প্রভাবের দিকে নজর দেওয়া”।
গবেষক আরো বলেন, “আমরা মজার বিষয় দেখতে পেয়েছি যে, যে সকল দম্পতিরা গত তিন মাসে উভয়ই অ্যালকোহল পান করার ইঙ্গিত দিয়েছিলেন তারা অন্য দম্পতিদের তুলনায় বেশি দিন বেঁচে ছিলেন তাদের তুলনায় যারা উভয়ই মধ্যপান করেননি বা অসংগতিপূর্ণ মধ্যপানের ধরন রয়েছেন সেখানে একজন পান করেছেন এবং অন্যজন করছেন না”।