
The Truth of Bengal : আজ, মঙ্গলবার, ১৪ নভেম্বর, আজকে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে? কারা শিক্ষাক্ষেত্রে সফল হবেন, কর্মক্ষেত্রে কোনও শুভযোগ আছে কিনা, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।
১। মেষ রাশি
বাত জাতীয় রোগের কারণে শারীরিক কষ্ট হবে। ছোটখাটো রোগকে উপেক্ষা না করাই ভালো। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোন পথ খুলতে পারে। অর্থ নিয়ে কষ্ট ভোগ থাকবে। পেশাগত ক্ষেত্রে অন্যের বুদ্ধিতে চলা এড়িয়ে চলুন। ব্যবসায় কর্মচারীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন।
২। বৃষ রাশি
শরীর ভালোই থাকবে। বিদ্যার্থীদের জন্য ভালো ফল আসতে ধৈর্য ধরতে হবে। কর্মদক্ষতার কারণে আপনার জীবনের শত্রু বাড়বে। ব্যবসার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবেন। আর্থিক চাপ বাড়বে। ঝামেলা এড়িয়ে চলুন। পেশাগত ক্ষেত্রে দিনটি আনন্দের।
৩। মিথুন রাশি
পেটে ব্যথার কারণে ভোগান্তি হতে পারে। হাঁটাচলা সাবধানে করুন। ধর্মীয় আলোচনায় মন ভালো থাকবে। কর্মরতা মহিলাদের উন্নতির যুগ লক্ষণীয়। শত্রুরা ক্ষতি করতে পারবেনা। আবেগের বসে কোন কাজ করবেন না। আর্থিক দিক থেকে দিনটি ভালো। পেশাগত ক্ষেত্রে দিনটি ভালো নতুন কাজের চেষ্টা করতে পারেন।
৪। কর্কট রাশি
ভিটামিনের অভাবের কারণে শরীরের রোগ সৃষ্টি হতে পারে। খাদ্যের লোভ সামলানোর চেষ্টা করো না হলে শারীরিক অসুস্থ হওয়ার সম্ভাবনা। বিদ্যার্থীদের জন্য সময়টা বিশেষ ভালো নয়। বেহিসেবে খরচ হতে পারে। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি।
৫। সিংহ রাশি
সাবধানে চলাফেরা করুন আঘাত লাগার আশঙ্কা রয়েছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি মিশ্র ফল দেবে। সংসারে আর্থিক টান মিটে যাবে। উপার্জন ভাগ্য ভালো। আর্থিক উন্নতি বজায় থাকবে। অর্থ সমস্যা ধীরে ধীরে কাটবে। পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সান্নিধ্য পাবেন।
৬। কন্যা রাশি
পেটের ব্যথার কারণে সমস্যা হতে পারে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক উন্নতি হবে না। দাম্পত্য জীবন সুখের। রাগ ও জেদ বৃদ্ধি পাবে। বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে। ব্যবসা বা অন্য কাজে বাড়তি বিনিয়োগ না করাই ভালো। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন।
৭। তুলা রাশি
শরীর মধ্যম কাটবে। দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে। আজ যে কোন কাজ বিচক্ষণতার সঙ্গে করতে হবে। ব্যবসা গতানুগতিক চলবে। আধ্যাত্মিক আলোচনা মনকে শান্তি দেবে।
৮। বৃশ্চিক রাশি
শরীরে দুর্বলতা থাকবে। রক্তপাত হতে পারে। চিকিৎসার কারণে সময় ব্যয় হবে। উচ্চ শিক্ষার্থীদের জন্য ভালো সুযোগ আসছে। আয়ের থেকে ব্যয় বাড়বে। অর্থ ভাগ্য ভালো। জীবিকার ক্ষেত্রে পরিশ্রম বাড়াতে হবে।
৯। ধনু রাশি
অতিরিক্ত দৌড়ঝাঁপের কারণে শারীরিক অসুস্থতা হতে পারে। কোন অসৎ লোকের পাল্লায় পড়তে পারেন। সেবামূলক কাজে আনন্দ লাভ করবেন। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। একটু হিসেবে হতে হবে।
১০। মকর রাশি
অতিরিক্ত পরিশ্রমের কারণে মাথা যন্ত্রণা হতে পারে। সামাজিক সুনাম বৃদ্ধি পাবে। যে কোন বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর পরামর্শ নিন। আপনার মিষ্টি ব্যবহার সকলকে আকৃষ্ট করবে। ব্যয় বাড়বে।
১১। কুম্ভ রাশি
শরীরে দুর্বলতা বাড়বে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টা প্রতিকূল। অতিরিক্ত ক্রোধ নিয়ন্ত্রণে আনুন। তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। আর্থিক চাপ থাকবে। মানসিক চাপ বৃদ্ধি পাবে। পেশাগত ক্ষেত্রে দায়িত্ব বাড়লেও আয় বাড়বে না।
১২। মীন রাশি
শরীর মধ্যম প্রকার থাকবে। দেয় বাড়বে। সংসারের শান্তি বজায় থাকবে। অপরের উপকার করা থেকে বিরত থাকুন। লাগামছাড়া অর্থ ব্যয় হবে। অভাবের কারণে বাড়িতে সমস্যা হবে। পেশাগত দিক থেকে সময়টা প্রতিকূল।
FREE ACCESS