
Truth Of Bengal: যেন কোন ফিল্মের গল্প। সেই কায়দাকেই অনুসরণ করে বাড়িতে ঢুকে মা- বাবার সামনে অপহরণ করা হয়। এরপর মুক্তিপণ হিসেবে দেড় লক্ষ টাকার দাবি করা হয়। অভিযোগ, যুবককে গাড়িতে তুলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তবে ১৯ বছরের প্রিন্স কুমারের বাবা দিলীপ কুমার পেশায় একজন ওষুধ ব্যবসায়ী।
সূত্রের খবর, ওই ছেলেটিকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর ভিডিও পাঠায় ওই অপহরণকারীদের দল। সেখানে তারা মুক্তিপণ হিসেবে দেড় লক্ষ টাকার দাবি জানায়। অভিযোগ, যুবককে গাড়িতে তুলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। সূত্রের খবর, বাবার কাছে পাওনা টাকা আদায় করতেই এই অপহরণ করে তারা। অপহৃতের বাবার কাছে দেড় লক্ষ টাকা পাওনা ছিল বলেও জানা যায়।
তবে অপহরণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা সফল হয়নি তাদের। তার আগেই হাতেনাতে ধরা পড়ে ৪ জন দুষ্কৃতি। এরপর তদন্ত চালিয়ে হাওড়ার পিলখানা থেকে উদ্ধার অপহৃতকে উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যে, এই ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রজককে গ্রেফতার করেছে পুলিশ।