চলতি মাসে শীতের খামখেয়ালিপনা, ফের একবার শীতের কামড় বাংলায়
Winter's whimsical nature this month, winter bites Bengal once again

Truth Of Bengal : ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই চলছে আবহাওয়ার খামখেয়ালিপনা। জনুয়ারি শেষ হতে না হতেই সেই হাড় কাঁপানো শীতের দেখা প্রায় নেই বললেই চলে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই রাজ্য থেকে বিদায় নেবে শীত। তবে ফেব্রুয়ারি মাসে সবার আগে একবার ফের শীতের আগমন ঘটলো বাংলায়।
শুক্রবার থেকে শহরজুড়ে জাঁকিয়ে শীতের আমেজ বোঝা না গেলেও হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিনে আরও ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।
চলতি সপ্তাহের মঙ্গলবার থেকেই এক ধাক্কায় ৫ ডিগ্রী পারদ পতন হয়েছিল দক্ষিণবঙ্গে। পাকাপাকি ভাবে যাবার আগে শেষবারের মতো রাজ্যে কামড় বসাতে চাইছে শীত। তবে মঙ্গলে পারদপতন হলেও বুধবার ফের ২ ডিগ্রি বেড়ে গিয়েছিল তাপমাত্রা। তবে শুক্রবার থেকে ফের শীতের আমেজ অনুভূত হচ্ছে শহর তথা রাজ্য জুড়ে।
হাওয়া অফিসের মতে একের পর এক পশ্চিমি ঝঞ্জা চলতি শীতের মরসুমে শীত আসার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। অল্প শীতের আমেজ অনুভূত হলেও জাঁকিয়ে শীত পড়ার আর কোন সম্ভাবনা নেই। অন্যদিকে দক্ষিণের সব জেলাতেই হালকা বা মাঝারি কুয়াশা থাকবে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছিল ৭ জেলাতে। ঘন কুয়াশা থাকতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও। আগামী কয়েকদিনেই জেলাগুলিতে কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটারে।