জুনিয়র চিকিৎসকদের অনশন প্রত্যাহারের নেপথ্যে কারা রয়েছে? জেনে নিন পরিচয়
Who is behind the withdrawal of hunger strike of junior doctors? Know the identity

Truth Of Bengal: সোমবার সন্ধ্যায় আবারও মুখোমুখি বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী ও আন্দোলনকারী কয়েকজন চিকিৎসক। তবে সেই বৈঠকে সন্তুষ্ট নন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। কিন্তু প্রশ্ন উঠছে প্রসন্ন যখন হননি তাহলে অনশন প্রত্যাহারের কারণ কী? জানা গিয়েছে, অনশন প্রত্যাহারের বিষয়ে জুনিয়র চিকিৎসকদের বুঝিয়েছেন গুটি কয়েক মানুষ। যার জেরে এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে? কিন্তু সেই মানুষগুলি কারা আর কীভাবেই বা বোঝালেন এই অনশনকারীদের?
সূত্রের খবর, এর নেপথ্যে রয়েছে কলকাতার কয়েকটি মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, তাঁরা একসঙ্গে মিলে এই অসাধ্য সাধন করেছেন। তাঁরা হলেন, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মানস বন্দ্যোপাধ্যায়, কলকাতা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডা ইন্দ্রনীল বিশ্বাস, এসএসকেএম হাসপাতালের অঙ্কোলজি বিভাগের ভিজিটর কনসালট্যান্ট চিকিৎসক সৌরভ দত্ত, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডা. পীতবরণ চক্রবর্তী আর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. উৎপল বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, শনিবার মুখ্যমন্ত্রী ও আন্দোলনকারীদের মধ্যে ফোনালাপ হয়, তার পর থেকেই কিঞ্জল-অনিকেত-দেবাশিস-সহ সকল তাঁরা নাকি অনশনকারীদের বোঝানোর চেষ্টা করেন তাঁরা। তাঁরা বোঝান, দাবি আদায় করার জন্য আমরণ অনশন করার প্রয়োজন নেই। এর সঙ্গে বলা হয়েছে, এখনও অনশন প্রত্যাহার না করলে এতদিনের এই কঠিন আন্দোলনেরও কোন ফল পাওয়া যাবে না। রোগী সমাজের কথা উল্লেখ করে বলা হয়েছে, হঠকারী কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না, এতে রোগীরা অনেক সমস্যার সম্মুখীন হতে পারে।