কলকাতা

চাকরি বাতিল হওয়া ভোট কর্মীদের ভবিষ্যৎ কী? ভোটের কাজে নিয়োগ হতে পারবেন?

What is the future of the poll workers whose jobs have been cancelled? Can they be employed in poll work

The Truth of Bengal: এসএসসি মামলার রায় সোমবার ঘোষণা করেছে কলকাতা হাই কোর্ট। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চের নির্দেশে ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। এই রায়ের ফলে বাতিল হয়ে গিয়েছে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি। এদের একটা বড় অংশ এবারের লোকসভা নির্বাচনে ভোটের কাজের জন্য নিয়োজিত হয়েছিলেন। তারা কী পারবেন ভোটের কাজে অংশ নিতে? কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এই নিয়ে শুরু হয়েছে চর্চা।

সেই রিজার্ভে থাকা ভোট কর্মীদের ভোটের কাজে ব্যবহার করা হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, যে ছ’দফার ভোট বাকি রয়েছে সেই সব জেলার জেলাশাসকদের কাছে এই বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। চাকরি চলে যাওয়া এমন ভোট কর্মীর তথ্য চাওয়া হয়েছে। নির্বাচন কমিশন হাইকোর্টের নির্দেশের পর থেকেই সেই সব ভোট কর্মীদের বিশেষ তালিকা তৈরি করতে চলেছে। তাদেরকে ভোটের কাছে ব্যবহার না করা গেলে সেই জায়গায় রিজার্ভ কর্মীদের কাজে লাগিয়ে ভোট গ্রহণ করার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।

যদি তারা ভোটের কাজে অংশ নিতে না পারেন সে ক্ষেত্রে কী হবে? লোকসভা নির্বাচনে ভোট গ্রহণের জন্য কর্মী সঙ্কট দেখা দেবে না তো? এ বিষয়ে কী কোন নির্দিষ্ট নির্দেশ কমিশনের কাছে এসেছে? রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন, এ বিষয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোন নির্দেশ তাদের কাছে নেই। যদি কোন ভাবে ভোটগ্রহণের কাজে কেও আসতে না পারেন তাতে তাদের অসুবিধা হওয়ার কথা নয়। ২০ থেকে ২৫ শতাংশ ভোট কর্মী তাদের রিজার্ভ আছে।

Related Articles