কলকাতা

বস্তি নামে আপত্তি, দুর্গাপুজোর উদ্বোধনী মঞ্চ থেকে নতুন নামকরণ করলেন, জানুন সেই নতুন নাম

Mamata Banerjee comment on slum

The Truth of Bengal: বস্তিবাসী কথাটা শুনলেই বড্ড কানে লাগে। বিষয়টি আগেই অনুভব করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা শহরে বস্তি বলে কোনও শব্দ প্রচলিত থাকুক এটা চান না তিনি। তার পরিবর্তে নাম হবে ‘উত্তরণ’।

তৃতীয়ার দিন বিকেলে বেশ কয়েকটি ক্লাবের ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকায় ছিল আলিপুরের আমরা সকল পল্লি সমিতিও। সেখানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পুজোর উদ্বোধনের সময় ফিরহাদ মুখ্যমন্ত্রীকে বলেন, “এই বস্তিটা চেতলার মধ্যে অন্যতম বড় লিড দেয় তৃণমূলকে। এরা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিছু জানেন না।”

ফিরহাদ হাকিমের বক্তব্য শেষ হওয়ার আগেই মাঝখানে থামিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানতে চান, ওই এলাকার সকলে ঠিকা-স্বত্ব পেয়েছেন কি না। মেয়র জানান, সকলেই পেয়ে পেয়েছেন। তখন মুখ্যমন্ত্রী বলেন, “ঠিকা-স্বত্ব পেয়ে গেলে তো নিজেদের জায়গা। এটাকে বস্তি বলবে না। এটা আমার মাটির কুটির, আমার ভালবাসার জায়গা, মায়ের আঁচল। বস্তি বলে কিছু হয় না। বস্তি কথাটা তুলে দাও।”

ফিরহাদ হাকিমকে পরামর্শ দেন বস্তি শব্দের পরিবর্তে অন্য কোনও নাম ব্যবহার করার জন্য। বললেন, “প্রয়াস বা এই জাতীয় কিছু নাম দাও। কিংবা উত্তরণ।” তখন ফিরহাদ মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেন, তিনি যাতে একটি নাম ঠিক করে দেন। শেষে মমতা বস্তির বদলে ‘উত্তরণ’ শব্দটি ব্যবহারের পরামর্শ দেন। মেয়রের উদ্দেশে বললেন, “বস্তি শব্দটি আর বলবে না।” মুখ্যমন্ত্রী নির্দেশ পেয়ে ফিরহাদও জানালেন, পুরসভায় তিনি এই শব্দটি ঠিক করে নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দেন, এগুলিকে যেন উত্তরণ-১, উত্তরণ-২, উত্তরণ-৩… এভাবে নামকরণ করা হয়।

Related Articles