West Bengal Business Conference: আজ কলকাতায় ব্যবসায়ী বৈঠকে মুখ্যমন্ত্রী
এ ধরনের সম্মেলন পশ্চিমবঙ্গে এই প্রথম।
Truth of Bengal: কলকাতা-সহ সারা রাজ্যের ব্যবসায়ীদের উপস্থিতিতে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসছে ‘ব্যবসায়ী সম্মেলন’। সম্মেলনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ধরনের সম্মেলন পশ্চিমবঙ্গে এই প্রথম। ছোট, মাঝারি ও বড় প্রায় ১২ হাজার ব্যবসায়ীর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে বলে দাবি উদ্যোক্তা সংগঠন কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের। উদ্যোক্তাদের দাবি, রাজ্যের আর্থিক উন্নয়নে ব্যবসায়ীদের বড় অবদান রয়েছে। সেই অভিজ্ঞতার কথাই তুলে ধরা হবে এই সম্মেলনে।
অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের ৩২টি জিএসটি পয়েন্টও তুলে ধরা হবে। বৃহস্পতিবার কলকাতায় রাজ্যের তরফে একটি শিল্প সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন রাজ্য তথা দেশের শিল্পকর্তারা। পশ্চিমবঙ্গে এত দিনে কত বিনিয়োগের প্রস্তাব এসেছে, কতটা বাস্তবায়িত হয়েছে এবং এখানকার লগ্নির পরিবেশ কেমন,এই সব বিষয়ই তুলে ধরবে রাজ্য ও শিল্পমহল। তার আগে এই ধরনের ব্যবসায়ী সম্মেলনে মুখ্যমন্ত্রীর যোগদান যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রতি মনে করা হচ্ছে।






