
The Truth of Bengal: ডিসেম্বরে শীতের ইনিংস শুরুর মাঝেই তাপমাত্রার ওঠাপড়া অব্যাহত। সপ্তাহান্তে আরও বাড়তে পারে পারদ। বুধবার সকাল থেকে মোটের উপর পরিস্কার থাকবে আকাশ। তবে হালকা থেকে মাঝারি কুয়াশায় মুড়েছিল পথঘাট। মঙ্গলবারের তুলনায় বুধবার সামান্য বাড়ে তাপমাত্রা।
অন্যদিকে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির কাছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শনি ও রবিবার থেকে ক্রমশ বাড়বে।উ ত্তরের জেলাগুলোতে তাপমাত্রা প্রায় একইরকম থাকবে। আপাতত দার্জিলিংয়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। কুয়াশার বেশি সম্ভাবনা কোচবিহারে।প্রশ্ন একটাই বড়দিনে কী শীতের আমেজ থাকবে ? নাকি তাপমাত্রা উর্ধ্বমুখী হবে ? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে সবমহলে।