কলকাতারাজ্যের খবর

বঙ্গে আরও নামবে তাপমাত্রা, শীতের আমেজে রাজ্যবাসী

Weather Update

The Truth of Bengal: বঙ্গে আরও নামবে তাপমাত্রা, ইতিমধ্যেই কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঢুকে পড়েছে। এতদিন যে তাপমাত্রার পারদ ছিল স্বাভাবিক, এখন তা অনেকটাই নীচে অবস্থান করছে । হাওয়া অফিস বলছে, সর্বনিম্ন তাপমাত্রার এই পতন আপাতত একইরকম থাকবে।

তবে 20 ডিসেম্বরের পরে রাতের তাপমাত্রা আরও 2 ডিগ্রি নীচে নামার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, রাতের ঠান্ডার অনুভূতি বাড়বে। বঙ্গজুড়ে আপাতত কোনও ঘূর্ণাবর্ত নেই। ফলে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনও ইঙ্গিত নেই। রাজ্যে উত্তুরে বাতাস অবাধভাবে প্রবেশ করছে । এই পরিস্থিতি আপাতত চলবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে পারদ গত কয়েকদিন ধরে বেশ খানিকটা নেমে গিয়েছে ।

তাপমাত্রা এখন 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে । ঠান্ডার এই স্পেলে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলও বাদ যায়নি । সাধারণত বলা হয়, দক্ষিণবঙ্গে গোটা মরশুমে মাত্র 2 থেকে 3 দিন কনকনে শীত পড়ে। তবে এবার পরিস্থিতি আলাদ। শীত যেভাবে তার ইনিংস শুরু করেছে তাতে ঠান্ডা বেশিদিন থাকবে বলেই মনে করছে হাওয়া অফিস ।

Related Articles