কলকাতা

‘উষ্ণ’ শীতে বর্ষবরণ, জাঁকিয়ে ঠান্ডা পেল না রাজ্যবাসী

Weather Update

The Truth of Bengal:  নতুন বছরের প্রথম দিনে জাঁকিয়ে ঠান্ডা পেল না রাজ্যবাসী। অন্যান্য বারের তুলনায় কলকাতার তাপমাত্রা কিছুটা বেশি ছিল। তবে আবার কবে জাঁকিয়ে শীত আবার কবে পড়বে সেই প্রশ্নের উত্তর খুঁজছে রাজ্যবাসী। তবে গত কয়েকদিনে কলকাতায় যা তাপমাত্রা ছিল, তার চেয়ে তুলনামূলক কিছুটা পারদ নামে সোমবার। এর মাঝে সপ্তাহের শেষে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে নতুন বছরের প্রথম সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা আছে।

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। ঘন কুয়াশার দাপট থাকবে পশ্চিমের জেলা সহ বেশ কয়েকটি জেলায়। কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশ থাকবে।  বুধবারের পর আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। তবে সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও। স্বাভাবিকের দুই থেকে চার ডিগ্রি ওপরে আছে সর্বনিম্ন তাপমাত্রা। বাংলাদেশের উপকূলে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে পুবালি হাওয়ার দাপট বাড়ছে। কমেছে উত্তর-পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব। যার জেরে শীত হয়ে পড়ছে উষ্ণ।

অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং-এর উচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হালকা তুষারপাত হতে পারে সান্দাকফু-সহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায়। রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে এই বৃষ্টি ও তুষারপাতের প্রবল সম্ভাবনা আছে। সিকিমে তুষারপাতের প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়।

Related Articles