
The Truth of Bengal: পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে শীতের শেষবেলায় আবহাওয়ার মেজাজ বদল। ফের দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস। পূর্ব বাংলাদেশেও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরে আজ ও কাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা বৃষ্টিতে ভিজতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের প্রথম কাজের দিনটায় সারাদিনই আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিই হতে পারে। ভারী দুর্যোগ হবে না।
বৃষ্টির পর সপ্তাহের শেষে তাপমাত্রা সামান্য নামতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পশ্চিম বর্ধমান জেলায়। শুধু আজই নয়, আগামীকালও বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা, উপকূলবর্তী এই তিনটি জেলায় আগামীকাল বৃষ্টি হতে পারে। সকালের দিকে শীতের আমেজ থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তা উধাও হয়ে যাচ্ছে।
তাপমাত্রা ওঠানামা করলেও জাঁকিয়ে ঠান্ডা পড়ার আর সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পঙে শিলাবৃষ্টি হতে পারে। পাশাপাশি উপরের পাঁচ জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত কয়েকদিন পারদ ঊর্ধ্বমুখী হবে। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম।
FREE ACCESS