lok sabha election 2024: বড় খবর, ভোটের আগেই ভোটদান, রাজ্যের বহু ভোটার শুক্রবারই ভোট দিলেন, কী ভাবে সম্ভব?
lok sabha election 2024: Voting before the election, many voters of the state voted on Friday, how is it possible?

The Truth of Bengal: পশ্চিমবঙ্গের শুরু হয়ে গেল ভোটদান পর্ব। সেই সঙ্গে গোটা দেশে। পশ্চিমবঙ্গে প্রথম দফায় আগামী ১৯ এপ্রিল জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোট গ্রহণ হবে। এই তিন কেন্দ্রে শুক্রবার সকাল দশটা থেকে ভোট দান পর্ব শুরু হয়েছে! অনেকেই ভাবছেন এ আবার কেমন খবর? ভোটদান যেখানে ১৯ এপ্রিল সেখানে শুক্রবার থেকে কিভাবে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে যায়? হ্যাঁ, সত্যিই শুরু হয়ে গিয়েছে, ভোটদান পর্ব। তবে সমস্ত ভোটারদের জন্য নয়। যাঁদের বয়স ৮০ পার হয়েছে এবং বাড়িতে বসে ভোট দিতে ইচ্ছুক তাঁদের জন্যই এই ভোট দান পর্ব।
পাশাপাশি যাঁরা প্রতিবন্ধী এবং কমিশনের নথনথিভূক্ত এবং জরুরী পরিষেবার সঙ্গে জড়িত তারাও ভোট দিয়েছেন। অবশ্য আগে থেকে যাঁরা কমিশনের নির্দিষ্ট ফর্ম ফিলাপ করেছেন তাদের জন্যই আগাম ভোটের আয়োজন। সকাল থেকে ভোট কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাঁদের ভোটগ্রহণ করছেন। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এই ‘হোম ভোটিং’ পর্ব চলবে। অশীতিপর নাগরিক, প্রতিবন্ধী এবং ১৮টি জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ভোটাররা এই ভোটদানের সুযোগ পেয়েছেন। ভোট গ্রহণ কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ভোটাররা।
কোচবিহার লোকসভা কেন্দ্রে ২২৯২ জন এরকম প্রবীণ ভোটার রয়েছেন। বিশেষভাবে সক্ষম ভোটার রয়েছেন ৭৬১ জন। ১৪৯১ জন রয়েছেন জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত এমন ভোটার। এরকম মোট ৪ হাজার ৭৪৪ জন ভোটার রয়েছেন কোচবিহার লোকসভা কেন্দ্রে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে ১৯১১ জন প্রবীণ ভোটার, বিশেষভাবে সক্ষম ভোটার ৯৬২ জন এবং জরুরি পরিষেবায় যুক্ত এমন ভোটার রয়েছেন ২৬৬ জন। জলপাইগুড়িতে ২৪৮৬ জন প্রবীন ভোটার, ১৩২৩ জন বিশেষভাবে সক্ষম এবং জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ভোটার সংখ্যা ৩০৫ জন।