কলকাতা

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক, কর্মীদের মাইনে সরাসরি দেবে রাজ্য, নতুন ভাবনা নবান্নের

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক থেকে সমস্ত কর্মীদের মাইনে হবে ট্রেজারি থেকে। যেমন অন্যান্য রাজ্যসরকারি কর্মীরা পেয়ে থাকেন।

The Truth of Bengal: রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলির নিজস্ব অ্যাকাউন্ট থেকেই এতোদিন উপাচার্য, অধ্যাপকদের মাইনে হত। এবার কি সেই ধারা পরিবর্তনের পথে হাঁটছে রাজ্য? সূত্রের খবর ১১টি বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারকে ডাকা হয়েছিল নবান্নে। তাঁদের সঙ্গে রাজ্যের প্রশাসনিক কর্তাদের বৈঠক হয়, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলিতে মাইনে দেওয়ার ক্ষেত্রে বিকল্প পথ নেওয়া কথা ভাবা হচ্ছে। ঠিক হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক থেকে সমস্ত কর্মীদের মাইনে হবে ট্রেজারি থেকে। যেমন অন্যান্য রাজ্যসরকারি কর্মীরা পেয়ে থাকেন।

বর্তমানে যে নিয়ম রয়েছে, তার ফলে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কর্মীদের মাইনে হত নিজস্ব অ্যাকাউন্ট থেকে। মাইনের পাশাপাশি, জেনারেল প্রভিডেন্ট ফান্ডের লেনদেনও সেন্ট্রালি করার পরিকল্পনা রয়েছে।

সূত্রের খবর, ২০১৮ সালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই প্রক্রিয়া চালু করার পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু তা কার্যকর হয়নি। সরকারের এই সিদ্ধান্তের ফলে বিরুদ্ধ মতও তৈরি হয়েছে। মনে করা হচ্ছে এই সিদ্ধান্ত কার্যকর হল,  বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র কার্যবিধি নষ্ট হবে, তা কার্যত পুরোপুরি চলে যাবে উচ্চশিক্ষা দফতরের অধীনে। এমন মত প্রকাশ করেছে বিরোধী শিক্ষক সংগঠনগুলি।

Related Articles