
The Truth Of Bengal: রাজ্যে এসে বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। দমদম বিমানবন্দরে তিনি বলেন,সারা দেশে যা হয় না,তা হয় এই বাংলায়।কেন্দ্রীয় মন্ত্রীর এই অভিযোগ খন্ডন করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।শিল্প-বাণিজ্য মন্ত্রী শশী পাঁজার সাফ জবাব যিনি গোলিমারা স্লোগান শোনা গিয়েছিল তাঁর মুখে এসব কথা একেবারেই মানায় না।একইসঙ্গে সাংসদ শান্তনু সেন,এনসিআরবি রিপোর্ট তুলে ধরে স্পষ্ট করেন, বিজেপি শাসিত রাজ্যে অপরাধ বাড়লেও বাংলায় অপরাধের সংখ্যা কমছে।
শনিবার শহরে আসেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। বাংলায় এসে আবার বাংলার আইনশৃঙ্খলা নিয়ে মুখ খোলেন কেন্দ্রীয় মন্ত্রী। অনুরাগ বলেন, বাংলায় আইন-শৃ্ঙ্খলার পরিস্থিতির অবনতি হয়েছে,সারা দেশে যা হয় না তা হয় বাংলায়।সন্দেশখালিতে ইডির আধিকারিকদের ওপর হামলার ঘটনাকে সামনে রেখে রাজ্যকে আক্রমণ করেন তিনি। তাতেই বিতর্কের ঝড় ওঠে। রাজ্যের মাটিতে দাঁড়িয়ে এই রাজ্যের প্রশাসন সম্পর্কে বিরূপ মন্তব্য করায় তার কড়া জবাব দেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলছেন,সন্দেশখালির ঘটনায় অভিযোগ পাওয়ার পর বসে থাকেনি পুলিশ।এরমধ্যে ২জনকে গ্রেফতার করা হয়েছে। চলছে ধরপাকড়। তল্লাশি বা নাকা চেকিংয়ের মাধ্যমে অভিযুক্তদের খোঁজার প্রয়াস জারি রেখেছে রাজ্য পুলিশ।তবুও বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত ঘটনাকে সামনে এনে বাংলার বদনাম কেন করা হচ্ছে তাই নিয়ে সোচ্চার হলেন তৃণমূল কংগ্রেস শিবির।
- বাংলাকে বদনাম করার আগে বিজেপি শাসিত রাজ্যে দেখা হোক
- বিজেপি শাসিত মণিপুরের দিকে নজর দিক কেন্দ্রের সরকার
- বাংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো,এনসিআরবি রিপোর্ট বলছে
- কলকাতা নিরাপদতম শহর হওয়া সত্বেও কেন অপপ্রচার ?
- দিল্লিতে প্ররোচনা ছড়ানোর অভিযোগ করে সোচ্চার তৃণমূল
কেন্দ্রের নীতিবাগিশ রাজনীতিকদের দিল্লি-উত্তরপ্রদেশের দিকে তাকানোর তোপ বিজেপি বিরোধী শিবিরের।
ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট তুলে ধরেও খোঁচা দেন শান্তনু সেনও। সাংসদের দাবি, ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট তৃণমূল তৈরি করে না। জাতীয় স্তরের রিপোর্টকে বাংলায় অপরাধের সংখ্যা কমছে বলে দাবি করা হয়েছে।তারপরেও কী করে কেন্দ্রীয় মন্ত্রী এই ধরণের কথা বলছেন।
রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের আরও দাবি,রাজনীতির আমরা-ওরা ছেড়ে বিজেপি বরং ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে মণিপুর থেকে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলার উন্নতির দিকে গুরুত্ব দিক।পুরুলিয়ায় সাধুর ওপর হামলার বিজেপির অভিযোগেরও উপযুক্ত জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা।
Free Access