কেন্দ্রীয় এজেন্সির ‘অপব্যবহার’,অভিযোগ জানাতে কমিশনের সময় চেয়ে ফের চিঠি তৃণমূলের
Trinamool's letter again seeking commission's time to complain about 'abuse' of central agency

The Truth of Bengal: কমিশনের সময় চেয়ে ফের চিঠি দিল তৃণমূল কংগ্রেস। কমিশনের সময় চেয়ে ৬ এপ্রিল চিঠি দেওয়া হয়েছিল তৃণমূলের তরফে। কমিশনের তরফে কোনও উত্তর আসেনি। ফলে সেই চিঠির পরিপ্রেক্ষিতে ফের চিঠি দেওয়া হল। দেখা করার জন্য সোমবার বিকেলের মধ্যে কমিশন যাতে সময় দেয়, সেই আর্জি জানানো হয়েছে চিঠিতে। বর্তমান ও প্রাক্তন ১০ সাংসদ কমিশনে দেখা করে এনআইএ ও অন্য কেন্দ্রীয় এজেন্সি দ্বারা গ্রেফতারি সংক্রান্ত বিষয় নিয়ে নিজেদের অভিযোগ জানাতে চেয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত কমিশন সময় না দেওয়ায় ফের চিঠি দল তৃণমূল।
গত শনিবার ভূপতিনগরের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। তদন্তে গিয়ে এনআইএ আধিকারিকরা বাধার সামনে পড়েন বলে অভিযোগ তোলা হয়। পাল্টা তৃণমূল দাবি করে, পুলিশকে না জানিয়ে রাতের অন্ধকারে তল্লাশি চালাতে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে। এই ঘটনায় ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় তৃণমূল। ভোটের মুখে তৃণমূল কর্মীদের হেনস্থা করতেই এই ভাবে এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে বলে দাবি করা হয়।
দলের তরফে সরকারি ভাবে এই অভিযোগ জানাতে গত ৬ এপ্রিল কমিশনকে চিঠি দিয়েছিল তৃণমূল। ১০ জনের প্রতিনিধির তালিকা দিয়ে কমিশনের সময় চাওয়া হয়। ভোটের মুখে আদর্শ আচরণবিধি চালু থাকাকালীন কেন কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করা হচ্ছে, তা নিয়ে কমিশনের কাছে অভিযোগ জানতে চায় তৃণমূল কংগ্রেস। তবে কমিশন এখনও সময় না দেওয়ায় ফের চিঠি দিল তৃণমূল। অন্যদিকে, রাজ্য থেকে বেশ কয়েকজন প্রাক্তন ও বর্তমান সাংসদ ইতিমধ্যে দিল্লি পৌঁছে গিয়েছেন। কমিশনে দেখা করার জন্য তৃণমূলের তরফে যে তালিকা পাঠানো হয়েছে তাতে নাম আছে ডেরেক ও’ব্রায়েন, নাদিমুল হক, দোলা সেন, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ, বিবেক গুপ্তা, অর্পিতা ঘোষ, শান্তনু সেন, আবির বিশ্বাস, ও সুদীপ রাহার।