কেন্দ্রের ওয়াকফ প্রস্তাবের প্রতিবাদে আজ তৃনমূল সংখ্যালঘু সেলের সমাবেশ
Trinamool Minority Cell to hold rally today to protest against Centre's Waqf proposal

Truth Of Bengal: ওয়াকফের বিরোধিতায় পথে নামছে বাংলার শাসকদল। তৃণমূল সুপ্রিমোর নির্দেশে পথে নামছে সংখ্যালঘু সেল। শনিবার রানি রাসমণিতে সভার প্রস্তুতি পর্ব তুঙ্গে। ওয়াকফ নিয়ে রাজ্যগুলির সঙ্গে কোনও আলোচনাই করেনি কেন্দ্র। এই অভিযোগে আগেই সংসদে সরব হয়েছে তৃণমূল। বৃহস্পতিবার এ ব্যাপারে বিধানসভা অধিবেশন থেকে কড়া বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
মুখ্যমন্ত্রীর কথায়, কেন্দ্রীয় সরকারের এই বিল ফেডারেল স্ট্রাকচারের পরিপন্থী। ওয়াকফ প্রপার্টিতে শুধু মুসলিম সম্প্রদায় দান করে না, অন্য সম্প্রদায়ের মানুষও দান করেন, যাতে সেই সম্পত্তি সাধারণ মানুষের কাজে লাগে। এবার ওয়াকফ নিয়ে পথে নামছে বাংলার শাসকদল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হওয়া এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকবেন জেপিসি কমিটির অন্যতম সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকবেন ফিরহাদ হাকিম-সহ অন্যান্যরা। থাকবেন তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যা ন তথা ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনও। তৃণমূলের অভিযোগ, বিজেপি সরকার আদতে এই বিল এনে সংখ্যালঘুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। বিল লাগু করে তাঁরা ধর্মীয় মেরুকরণ করতে চাইছে। এর প্রতিবাদে মানুষকে সংগঠিত করতে এই আয়োজন।