বকেয়া আদায়ে অনড় তৃণমূল কংগ্রেস, ফের একবার গর্জে ওঠে মহানগরের রাজপথ
Trinamool Congress adamant on collection of dues,

The Truth Of Bengal: বাংলার বকেয়া আদায়ে অনড় তৃণমূল কংগ্রেস।রবিবার গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত হয় মহামিছিল।মিছিল থেকে কেন্দ্রীয় টালবাহনার নীতির প্রবল সমালোচনা করেন তৃণমূল নেতৃবৃন্দ।জেলাতেও রাজ্যের ন্যায্য প্রাপ্য মিটিয়ে দেওয়ার দাবি তুলে সোচ্চার হন আন্দোলনকারীরা।
৮মাস হয়ে গেল,১০০দিনের কাজের টাকা পাচ্ছে না বাংলার খেটেখাওয়া মানুষ।মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করার আশায় যাঁরা একশদিনের কাজ করেছেন তারাই প্রাপ্যটুকু পাচ্ছেন না।শুধুমাত্র এই রাজ্যের জবকার্ড হোল্ডাররাই এই কেন্দ্রীয় রাজনীতির শিকার হচ্ছেন। বঞ্চনা আর আমরা-ওরার রাজনীতির মাসুল এই রাজ্যের জবকার্ড হোল্ডারদের দিতে হচ্ছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের।তাই ১০০দিনের কাজের সাড়ে সাত হাজার কোটি টাকা ও আবাসের সাড়ে আট হাজার টাকা সহ বকেয়া ১লক্ষ ১৬হাজার টাকা দেওয়ার দাবিতে গণআন্দোলনে নেমেছেন তৃণমূল কংগ্রেস নেতৃবৃম্দ।রবিবার গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত হয় মহামিছিল।মহামিছিল থেকে টাকা মেটানোর দাবি তোলেন আন্দোলনকারারী।
মিছিল শুরু হয় দুপুর তিনটেয়। মিছিল শেষে সভা হাজরা মোড়ে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয়, সাংসদ মালা রায়, মণীশ গুপ্ত, জেলা সভাপতি তথা বিধায়ক দেবাশিস কুমার, বিধায়ক দেবব্রত মজুমদার, রত্না চট্টোপাধ্যায়, যুবনেতা সার্থক বন্দ্যোপাধায় প্রমুখ। এদিন কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের একবার গর্জে ওঠে মহানগরের রাজপথ। কেন্দ্রের কাছে বারবার আবেদন করেও কাজ হয়নি। একশো দিনের কাজ, আবাস যোজনা-সহ অন্যান্য প্রকল্পের প্রাপ্য বকেয়া মেটায়নি কেন্দ্র। রাজ্য থেকে জিএসটির টাকা তুলে নিয়ে গিয়েছে, কিন্তু রাজ্যের পাওনা মেটাচ্ছে না। নামেই বিভিন্ন পর্যায়ের বৈঠক চলছে। তাই ফের আন্দোলনের রাস্তায় হাঁটতে শুরু করেছে তৃণমূল।