কলকাতারাজ্যের খবর

যাত্রী পরিষেবায় বাস মালিকদের সঙ্গে বৈঠকে পরিবহন মন্ত্রী

Transport Minister meets with bus owners on passenger services

Truth Of Bengal: শুক্রবার বেসরকারী বাস মালিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক পরিবহন দফতরের ময়দান ক্যাম্পে। এদিন বিকেল ৪-এর সময় এই বৈঠক হওয়ার কথা। বৈঠকে উপস্থিত থাকবেন দশটি বেসরকারি রোড এর বাস মালিকরা। সেই ১০ টি রুটের সমস্ত ডেটা নিয়ে আসার কথাও বলা হয়েছে এই বৈঠকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকে যাত্রী পরিষেবা নিয়ে পরিবহন মন্ত্রীকে নজর দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে যাত্রী সুরক্ষা নিয়ে সরাসরি সাধারন মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় খোদ পরিবহন মন্ত্রীকে। এরই মাঝে বেশ কিছু রোডের বাস বাড়ানো হয় কোথাওবা বাসের ট্রিপ বাড়ানো হয়। এবার পরিবহন দফতরের নয়া উদ্যোগ, ১৫ বছরের মেয়াদ উওীর্ন বাসগুলির মেয়াদ অতিরিক্ত আরও ৫ বছর বাড়ানোর জন্য আইন সংশোধনের প্রয়োজন। সেই পথে হাঁটার আগে বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছএ পরিবহন মন্ত্রী।