কলকাতা

ঘর থেকে উদ্ধার তিনটি দেহ, ট্যাংরার ঘটনায় চাঞ্চল্য

Three bodies recovered from house, Tangra incident creates sensation

Truth Of Bengal: বুধবার ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল খাস কলকাতা। ট্যাংরার একটি বাড়ি থেকে তিনটি দেহ উদ্ধার করেছে পুলিশ, মৃতদের মধ্যে ২ মহিলা ও এক শিশু রয়েছে। ট্যাংরার শীল লেনের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুযায়ী এটি আত্মহত্যার ঘটনা বলে মনে করা হচ্ছে। তবুও পুরো ঘটনাটি তদন্ত করছে পুলিশ। ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞরাও রয়েছেন।

ট্যাংরার ২৩/এ অটল সুর রোডে একই পরিবারের দুই মহিলা এবং একজন কিশোরীর রহস্যমৃত্যু৷ সূত্রের খবর, একই ঘর থেকে তিন জনের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে৷ তিন জনেরই হাতের শিরা কাটা ছিল বলে জানা গিয়েছে৷ মৃতদের মধ্যে এক মহিলার স্বামী দুর্ঘটনায় আহত হয়ে মুকুন্দপুরের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন৷

সেই দুর্ঘটনার তদন্তে নেমে ট্যাংরার ওই ঠিকানায় পৌঁছন পুলিশ আধিকারিকরা৷ তখনই পুলিশ এই তিন জনের দেহ উদ্ধার করে৷ ফলে ওই দুর্ঘটনার সঙ্গে এই তিন মৃত্যুর কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷

এই ঘটনার পিছনে অন্য কোনও রহস্য আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার৷ জানা গিয়েছে, ওই পরিবারের গ্লাভসের ব্যবসা ছিল৷ আত্মঘাতী হয়ে থাকলে তার পিছনে মানসিক অবসাদ নাকি কোনও আর্থিক সমস্যা রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে৷

Related Articles