কলকাতা

কলকাতা জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে

Threat to blow up Kolkata Museum, large police force at the scene

Truth Of Bengal: কলকাতার অন্যতম দ্রষ্টব্য স্থান জাদুঘর। সেই জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি এল এবার। এ ধরনের হুমকি আসতেই পুলিশের কড়া বেষ্টনী জাদুঘর ঘিরে। এই ধরনের হুমকি জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশের পক্ষ থেকে বিষয়টিকে যথেষ্টই গুরুত্ব দেওয়া হচ্ছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে ঘিরে ফেলা হয়েছে কলকাতা জাদুঘরকে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

কে বা কারা এই হুমকি দিল তা তদন্ত করে দেখছে পুলিশ। এ ধরনের হুমকির বাস্তবতা খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে কোন বড় কোন শক্তির হাত রয়েছে না নিছক মজার ছলে কেউ এ ধরনের ঘটনা ঘটিয়েছে কিনা সবই তদন্তের মধ্যে রাখা হয়েছে। যেহেতু তদন্তের বিষয় তাই এই নিয়ে মুখ খোলেনি পুলিশ।

Related Articles