শুক্রবার রাজ্যে কোন বন্ধ হবে না, বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো নবান্ন
There will be no bandh in the state on Friday, Navanna said in a notification

Truth Of Bengal: এসইউসির ডাকা ১২ ঘন্টা বাংলা বন্ধ ও বিজেপির দু’ঘণ্টার কর্ম বিরতি আবেদন মোকাবিলায় সক্রিয় হল রাজ্য সরকার। শুক্রবার দুই বিরোধী দলের ঐ কর্মসূচিতে রাজ্যের জনজীবন স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন নবান্ন। বৃহস্পতিবার প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার ১২ ঘন্টার বাংলা বন্ধের কোন প্রভাব রাজ্যে পড়বে না।
শুক্রবার রাজ্যে কোন বন্ধ হবে না, বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো নবান্ন pic.twitter.com/vPHyKS1eLw
— TOB DIGITAL (@DigitalTob) August 15, 2024
রাজ্যের মুখ্যসচিবের ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘‘পরিবহণ পরিষেবা অন্য দিনগুলির মতোই শুক্রবারও স্বাভাবিক থাকবে। যান চলাচল যাতে কোনও ভাবেই ব্যাহত না নয়, স্টেট ট্রান্সপোর্ট অথরিটি (এসটিএ)-র সচিবকে তা নিশ্চিত করতে সমস্ত বেসরকারি পরিবহণ অপারেটর এবং সমিতিগুলির সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে।
সমস্ত অপারেটরকে পরিবহণ বিভাগের নির্দেশ যথাযথ ভাবে মেনে চলতে হবে।’’ এছাড়াও এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিভিন্ন পরিবহন নিগম গুলি ডিরেক্টর ও সংগঠনগুলি যান চলাচল মসৃণ রাখার জন্য কন্ট্রোল রুম খোলা নির্দেশ দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘‘১৬ অগস্টের জন্য কর্মীদের সমস্ত অনুমোদিত ছুটি বাতিল করা হয়েছে।’’ প্রসঙ্গত, অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বারই জানিয়েছেন, বন্ধের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ও জীবিকায় প্রভূত প্রভাব পড়ে। তাই বন্ধ-সংস্কৃতি রাজ্য সরকারের ‘নীতিবিরুদ্ধ’। সেই নীতি মেনেই এই পদক্ষেপ।